শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সাক্ষ্য দিলেন আরও তিনজন

ফেনী প্রতিনিধি

সাক্ষ্য দিলেন আরও তিনজন

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার তিন সাক্ষী শিক্ষক মো. কবির আহম্মদ, নুসরাতের সহপাঠী ফাহমিদা আক্তার হামদুলা ও নাসরিন সুলতানা গতকাল আদালতে সাক্ষ্য দিয়েছেন। পরে তাদের আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। গতকাল ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।  এই দিন সাক্ষ্য দেবেন আলেম পরীক্ষার্থী তাহমিনা আক্তার, বিবি হাজেরা, আবু বক্কর সিদ্দিক, মো. আকবর।  এ পর্যন্ত এ মামলায় ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে জেলা কারাগার থেকে বেলা ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়।  প্রসঙ্গত, সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির  মামলা করায় নুসরাতকে সিরাজ-উদ-দৌলার সহযোগীরা গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর