শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ঢাবি অধিভুক্তি বাতিল দাবি

দ্বিতীয় দিনে লাগাতার কর্মসূচি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো মিছিল, সমাবেশ এবং অবরোধ কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিএসসি এলাকা ও পরে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন তারা। দাবি আদায়ে আগামী রবিবার থেকে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে, সাত কলেজের অধিভুক্তি বাতিল, বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনা, দুই মাসের মধ্যে সব পরীক্ষার ফলাফল প্রদান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত যানচলাচল নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা। এদিকে দুই দিনের আন্দোলন শেষে প্রশাসনের কেউ দেখা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

পুরো ডাকসু আন্দোলনকারীদের পাশে আছে : ভিপি নুর

এদিকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের আন্দোলনকারীদের পাশে পুরো ডাকসু আছে বলে জানিয়েছেন ডাকসু ভিপি নুরুল হক নুর। গতকাল অপরাজেয় বাংলার সামনে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসে নুরুল হক নুর বলেন, ‘অতীতে বহুবার এই দাবিতে আন্দোলন হয়েছে। কিন্তু প্রশাসন এই দাবির বিষয়ে কানই তোলেনি। শিক্ষার্থীদের একটা দাবি, অধিভুক্তি বাতিলের, সেটি প্রশাসনের কানে স্পষ্টভাবে পৌঁছাচ্ছে না।’

সর্বশেষ খবর