শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

গাজীপুর প্রতিনিধি

শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দিনব্যাপী চলেছে ভক্তদের শ্রদ্ধা নিবেদন। গতকাল সকাল থেকে হুমায়ূন পরিবার, তার ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা ভিড় করেন গাজীপুরের পিরুজালী এলাকায় অবস্থিত নুহাশপল্লীর লিচুতলায়। ফুল দিয়ে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় এই লেখককে। দিনটি উপলক্ষে নুহাশপল্লীতে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণসহ নেওয়া হয় নানা কর্মসূচি। সকাল       থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ভক্তরা। হলুদ পাঞ্জাবি পরা হিমু ও নীল শাড়ি পরে রুপা সেজে হিমু পরিবহনের সদস্যরাও আসেন। কবরে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নাট্যব্যক্তিত্ব, সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ বছর লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং তার দুই ছেলে নিষাদ ও নিনিত দেশের বাইরে থাকায় তারা এবারের কর্মসূচিতে যোগ দিতে পারেননি। শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জানান, শাওন চলচ্চিত্রবিষয়ক ছয় মাসব্যাপী একটি প্রশিক্ষণ নিতে নিষাদ ও নিনিতকে সঙ্গে নিয়ে কয়েক মাস আগে আমেরিকা গেছেন। এজন্য তারা এ কর্মসূচিতে যোগ দিতে পারেননি। তবে শাওন নিউইয়র্কে স্বামীর একটি স্মরণসভায় যোগ দেবেন। সকাল ১০টার দিকে হুমায়ূন আহমেদের শ্বশুর ও নুহাশপল্লীর কর্মচারীরা মিলে নুহাশপল্লীর পক্ষ থেকে কবরে পুষ্পস্তবক অর্পণ এবং হুমায়ূনের কবর জিয়ারত করেন। সাড়ে ১০টার দিকে প্রয়াত লেখকের ছোট ভাই মাসিক উন্মাদের সম্পাদক-প্রকাশক কার্টুনিস্ট আহসান হাবীব, তার স্ত্রী আফরোজা আমিন, লেখকের বোন সুফিয়া হায়দার ও রোকসানা আহমেদ, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, আগামী প্রকাশনীর ওসমান গনি, অভিনেতা সৈয়দ হাসান সোহেলসহ অন্যরা লেখকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। এদিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং সৃজনশীল প্রকাশক পরিষদের নেতারাও নুহাশপল্লীর কর্মসূচিতে যোগ দেন। নেত্রকোনা প্রতিনিধি জানান, প্রয়াত হুমায়ূন আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনা হিমু পাঠক আড্ডার উদ্যোগে স্মরণ অনুষ্ঠান ও লেখকের নিজের হাতে গড়া কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের শহীদস্মৃতি বিদ্যাপীঠের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদস্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে কোরআন তিলাওয়াত, কালো ব্যাজ ধারণ, লেখকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোকর‌্যালি ও দোয়া মাহফিল। এদিকে জন্মস্থান নানাবাড়ি মোহনগঞ্জের শেখবাড়িতেও পালিত হয়েছে দোয়া মাহফিল।

সর্বশেষ খবর