বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে নিহত ৩

প্রতিদিন ডেস্ক

বাগেরহাট ও মেহেরপুরে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে বাগেরহাটে দুজন ও মেহেরপুরে একজন নিহত হয়েছে। এ ছাড়া কক্সবাজারে গতকাল এক মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাট : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু খালেক বাহিনীপ্রধান খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল নিহত হয়েছে। গতকাল সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চঁাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে র‌্যাব সদস্যরা দুই বনদস্যুর লাশের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর সজিবুল ইসলাম বলেন, গতকাল ভোরে র‌্যাব সদস্যরা সুন্দরবনের জোংড়া খালে ঢুকলে বনদস্যু খালেক বাহিনীর সদস্যরা গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল ৭টা পর্যন্ত থেমে থেমে গুলিবিনিময়ের পর বনদস্যুরা সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে দুই দস্যুর গুলিবিদ্ধ লাশসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। গুলিবিদ্ধ দুই দস্যুকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় একজনকে বনদস্যু খালেক বাহিনীপ্রধান খালেক ও তার সেকেন্ড ইন কমান্ড বেল্লাল বলে শনাক্ত করা হয়। মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে দুই দল মাদক ব্যাবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে হামিদুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার রাত ৩টার দিকে গোভীপুর গ্রামের মাথাভাঙ্গা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় ১৩টি মামলা রয়েছে। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার গোভীপুর গ্রামে দুই দল মাদক ব্যাবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে গোলাগুলির খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের মরদেহ দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, সকালে এলাকাবাসীর খবরে ইনানীর মোহাম্মদ শফির বিল মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এক মাদক কারবারির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও ৫শ ইয়াবা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুই দল ইয়াবা কারবারির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ব্যক্তি গুলিতে নিহত হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর