বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

টানা দরপতনের পর বড় উত্থান শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

টানা তিন দিন দরপতনের পর বড় ধরনের উত্থান ঘটেছে দেশের উভয় শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১১ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৯৮ পয়েন্ট। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে এখনো। পুঁজি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। এর আগে গত তিন কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমে ১৬৭ পয়েন্ট। গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩১৭ কোটি টাকা। আগের দিনের লেনদেন ছিল ৪৬৪ কোটি ১৮ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ১৫টির, অপরিবর্তিত আছে ৯টির দর। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ফরচুন, সিনোবাংলা, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিকন ফার্মা, ন্যাশনাল পলিমার, ব্র্যাক ব্যাংক, সি পার্ল ও মুন্নু সিরামিকস। মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো আজিজ পাইপস, লিগ্যাসি ফুটওয়্যার, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, সিএএমপি আইবিবিএল ইসলামিক ফান্ড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, কে অ্যান্ড কিউ, খান ব্রাদার্স পিপি ওভেন ও অ্যাপেক্স ফুডস। এদিকে পুঁজিবাজারের চলমান মন্দা কাটানোর উদ্যোগ হিসেবে প্রণোদনা স্কিমের ৮৫ কোটি ৬৪ লাখ টাকা ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান গণমাধ্যমকে জানান, ঋণ মঞ্জুর কমিটির সুপারিশের ভিত্তিতে বিএসইসি প্রণোদনা স্কিমের ৮৫  কোটি ৬৪ লাখ টাকা অর্থ ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে, যা শেয়ারবাজার সংশ্লিষ্ট ২৭টি প্রতিষ্ঠানের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করা হবে। ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলো অফার লেটার পেয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাড় হলে তারা ওই টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করবেন। এর আগে ২১ মে প্রণোদনা স্কিমের প্রায় ৭৬১  কোটি টাকা পায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ অর্থ বাজারে এলে একদিকে তারল্য সংকট কাটবে অন্যদিকে মন্দা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর