বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা
সার্জেন্ট কিবরিয়াকে গাড়িচাপায় হত্যা

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বাবার রিট

নিজস্ব প্রতিবেদক

কাভার্ড ভ্যানের চাপায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুর ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেছেন তার বাবা ইউনুস আলী সর্দার। সোমবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। রিটকারীর আইনজীবী মোহাম্মদ ফয়েজউল্লাহ ফায়েজ সাংবাদিকদের জানিয়েছেন, আগামী রবিবার বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে। রিটে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং ১০ কোটি টাকার ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না- সেই মর্মে রুল চাওয়া হয়েছে।

রুল বিচারাধীন থাকা অবস্থায় সার্জেন্ট গোলাম কিবরিয়ার পরিবারকে পারিবারিক খরচ মেটানোর নির্দেশনা চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও যোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনার, বরিশাল ট্রাফিকের অতিরিক্ত পুলিশ কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। সার্জেন্ট গোলাম কিবরিয়ার গ্রামের বাড়ি পটুয়াখালী। বরিশাল মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন তিনি। ২০১৫ সালে পুলিশের চাকরিতে যোগ দেন। গত ১৫ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দায়িত্বরত অবস্থায় বেপরোয়া গতিতে চলতে থাকা একটি কাভার্ড ভ্যানকে তিনি থামার সংকেত দিয়েছিলেন। কিন্তু চালক না থামিয়ে মোটরসাইকেল আরোহী কিবরিয়াকে চাপা দেন বলে পুলিশের পক্ষ থেকে সেদিন জানানো হয়। গুরুতর আহত কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ১৬ জুলাই তিনি মারা যান। ওই কাভার্ড ভ্যানের চালক মো. জলিল মিয়াকে গ্রেফতার করে পুলিশ ইতিমধ্যে মামলা করেছে।

সর্বশেষ খবর