বুধবার, ২৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

বামন চাপাখি

আলম শাইন

বামন চাপাখি

সাইবেরিয়া থেকে পরিযায়ী হয়ে আসে দেশে। শীত মৌসুম বিদায় নিলে খুব দ্রুত দেশ ত্যাগ করে এরা। বসন্ত ঘনিয়ে এলে নিজ বাসভূমিতে গিয়ে ডিম-বাচ্চা ফোটায়। আকারে চড়ুই পাখির চেয়ে খানিকটা বড়। মায়াবি গড়ন। ‘বাটান’ পরিবারের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পাখি এরা। সমুদ্র-নদী-জলাশয়ের পাড়ে কাদামাটিতে বা বালুকারাশিতে বিচরণ করে। জোয়ার-ভাটা হয় এমন এলাকা এদের বিচরণের উপযুক্ত স্থান। বিশেষ করে কাদামাটি এলাকা বেশি পছন্দ। বড় ঝাঁক বেঁধে শিকারে বের হয়। মাঝে-মধ্যে একাকীও দেখা যায়। খাদ্যের সন্ধানে আশপাশে স্থান বদলায়। ওড়ার সময় ডাকে ‘কিপ কিপ’ সুরে। সচরাচর ডাকে ‘টিট’ সুরে। নিরীহ প্রজাতির পাখি এরা। পারতপক্ষে নিজেদের মধ্যে বিবাদে জড়ায় না। পাখির বাংলা নাম ‘বামন চাপাখি’, ইংরেজি নাম ‘লিটল স্টিনট’ (Little stint), বৈজ্ঞানিক নাম Calidris minuta ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর