বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রবির সুরে ভিজল শিল্পকলা

সাংস্কৃতিক প্রতিবেদক

রবির সুরে ভিজল শিল্পকলা

সাহিত্যের অনন্য শৈলীর মধ্য দিয়ে বিশ্বের বুকে বাঙালিকে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের অসামান্য সাহিত্য কর্মের মধ্য দিয়ে বাঙালির জাতিসত্তার পরিচয়ও তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃজনশীলতার বিশাল একটা জায়গা দখল করে আছে সংগীত। আর সেই সংগীতের মধ্য দিয়েই রবীন্দ্রনাথকে তুলে ধরলেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদ। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সুরের আসর। কবির প্রেম, পূজা, বর্ষা পর্বের নানান গান দিয়ে রবীন্দ্রনাথকেই মূর্ত করে তুললেন শিল্পীরা। কবির অমিয় বাণীর কথা ও সুরের মিলনায়তনে উপস্থিত শিল্পানুরাগীদের রবীন্দ্রনাথের প্রতি ধাবিত করেন শিল্পীরা। সংসদের শিল্পীদের সম্মেলক কণ্ঠে জাতীয়সংগীত পরিবেশনের মধ্য দিয়েই শুরু হয় এই সংগীতাসর। এরপর তারা সম্মেলক কণ্ঠে আরও পরিবেশন করেন কবির গান ‘আলোকের এই ঝরনাধারা’। অনুষ্ঠানে একক কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ড. ফারহাত হোসেন, নাহার জামিল, মজিবুল কাইয়ুম, ফাহিম হোসেন চৌধুরী, স্বপন দত্ত, মেজবাহুল আযম মঞ্জু, ইফফাত আরা দেওয়ান, বদরুন্নেসা ডালিয়া, সারোয়ার হোসেন বাবু, আদ্রিতা আনোয়ার, মিলন দেব, বুলবুল মহলানবীশ, ঝর্ণা রহমান প্রমুখ।

দিনের শেষে ঘুমের দেশে, শ্যাম সুন্দর, আমার নিশিথ রাতের, মোর হৃদয়ের গোপন বিজন ঘরে, এসো শ্যাম সুন্দরসহ রবীন্দ্রনাথের বিভিন্ন গানের সুরে মিলনায়তনজুড়ে শিল্পীরা তৈরি করেন রাবীন্দ্রিক আবহ। শিল্পীদের সঙ্গে তবলায় সঙ্গত করেন রাজু চৌধুরী, ইফতেখার হোসেন সোহেল ও এসরাজে অসিত দে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর