শিরোনাম
শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আষাঢ়স্য প্রথম দিবসে

সাংস্কৃতিক প্রতিবেদক

আষাঢ়স্য প্রথম দিবসে

কবি কালিদাসের জীবন কাহিনী নিয়ে নাটকের নতুন দল থিয়েটার ফ্যাক্টরি মঞ্চায়ন করেছে নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। শিল্পের সঙ্গে ক্ষমতার দূরত্ব ও দ্বন্দ্ব নাটকটিতে তুলে ধরা হয়েছে।

পাক্ষিক অনন্যা নিবেদিত এবং ভারতীয় হাইকমিশন, ঢাকার সহযোগিতায় গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। ভারতীয় নাট্যকার মোহন রাকেশ রচিত ও অংশুমান ভৌমিক অনূদিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন অলোক বসু।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জিতা শারমীন, শামসুন নাহার বিউটি, রামিজ রাজু, হাসানুজ্জামান খান, আর কে এম মোহসেন, সুমন ম-ল বানি, অলোক বসু, হাসানুজ্জামান, মিশাল সমাপ্ত, সুরভী রায়, সঙ্গীতা বড়ুয়া, মাসরুরা শারমীন, কৃপা, সুরভী, জুয়েল, মোহসীন, হাসান, মিশাল, সুমন প্রমুখ। আজ ও কাল পরপর নাটকটির আরও দুটি মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যাভিনেত্রী ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন।

ছায়ানটে নজরুল উৎসব : প্রেম, দ্রোহ ও চেতনার কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে ছায়ানটে শুরু হলো দুই দিনের নজরুল উৎসব। ‘আনো আনো অমৃত বারি’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন হয়। এরপর ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’, ‘মোর ঘুমঘোরে এলে’ ও ‘কে দিল খোঁপাতে’ গানগুলো সম্মেলক কণ্ঠে পরিবেশন করে ছায়ানটের শিল্পীরা। ‘অন্তরে তুমি আছো চিরদিন’ ‘এ নহে বিলাস বন্ধু’, ‘হাসে আকাশে শুকতারা’, ‘মধুর নূপুর রুমুঝুমু বাজে’, ‘নয়নে নিদ নাহি’ জাতীয় কবির এমন গানগুলোর সুরের বন্যায় সমগ্র মিলনায়তনে নজরুল মূর্ত হয়ে উঠে। একক কণ্ঠে নজরুলের গান পরিবেশন করেন ফেরদৌস আরা, জান্নাত-এ-ফেরদৌস লাকী, শামিমা পারভীন শিমু, সুমন মজুমদার, ইয়াকুব আলী খান, লতিফুন জুলিও নাওশিন তাবাসসুম অমি, সুপ্তিকা ম ল, নুসরাত জাহান রুনা, সুমন চৌধুরী, সৈয়দা সনজিদা জোহরা বিথীকা, ঐশ্বর্য সমদ্দার, তানভীর আহমেদ, আনিলা আমীর লামী, বিটু কুমার শীল, নাহিয়ান দুরদানা শুচি, বিভাষ রঞ্জন মৈত্র প্রমুখ। কবির কবিতা আবৃত্তি করেন জয়ন্ত রায়। স্বাগত বক্তৃতা করেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। আজ শেষ হবে দুই দিনের এ নজরুল উৎসব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর