শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

তরুণ-তরুণীর এ কেমন মৃত্যু!

কাপ্তাই থেকে লাশ উদ্ধার

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

তরুণ-তরুণীর এ কেমন মৃত্যু!

রাঙামাটি কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের নাম প্রান্ত দেওয়ানজি হিমেল (২১) ও তাহমিনা খানম তিন্নি (২০)। বৃহস্পতিবার রাঙামাটি-কাপ্তাই সড়কের বরাদম এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ২৩ জুলাই ৭টা ৩৩ মিনিটে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস প্রকাশ করে। এলাকায় উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ১ নং পাথর এলাকার বাসিন্দা ছোটন দেওয়ানজির ছেলে প্রান্ত দেওয়ানজি হিমেল ও একই শহরের বনরূপা এলাকার বাসিন্দা তাহমিনা খানম তিন্নি বিদ্যালয়ে পড়া অবস্থায় প্রেমের সম্পর্ক ছিল। চার বছরের প্রেমের সম্পর্কের খবর তাদের স্বজনদের মধ্যে জানাজানি হলে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। কারণ তারা দুজন ছিল দুই ধর্মাবলম্বী। ধর্মগত সমস্যা থাকায় তাদের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। পরে প্রান্তকে ঢাকা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করা হয়। তাতেও তিন্নির সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়নি। একপর্যায়ে ২৩ জুলাই সকাল সাড়ে ৭টায় প্রেমিকা তিন্নিকে নিয়ে ঘর ছাড়ে প্রান্ত। এর আগে তারা ফেসবুকে ‘আলবিদা’ বলে একটি স্ট্যাটাস প্রকাশ করে। এরপর থেকে কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। প্রান্তর পরিবারের পক্ষ থেকে রাঙামাটি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। নিখোঁজের দুই দিন পর তাদের মরদেহ দেখা যায় রাঙামাটি-কাপ্তাই সড়কের বরাদম এলাকার হ্রদে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সবকিছু তদন্ত করে দেখেছি। ছেলে ও মেয়েটির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজন দুই ধর্মের হওয়ায় বিষয়টি কেউ স্বাভাবিকভাবে নেয়নি। তাই তারা আত্মহত্যার পথ খুঁজে নিয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  তবে এ বিষয়ে কথা বলতে নারাজ মৃত প্রান্ত ও তিন্নির পরিবার।

সর্বশেষ খবর