শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিক্ষোভ অব্যাহত শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের পাঁচ দিনের তিন দিনই শেয়ারবাজারে দরপতন হয়েছে। গতকাল সপ্তাহের শেষ দিনে এসে সূচক ৫৬ পয়েন্ট বেড়েছে। এই উত্থানেও বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। তাদের দাবি, কৃত্রিমভাবে সূচক বাড়ানো হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেওয়া হয়েছে গতকালের বিক্ষোভ কর্মসূচি থেকে। টানা দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ করছেন। ডিএসই ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, পুঁজিবাজারে জটিল অবস্থা বিরাজ করছে। প্রধানমন্ত্রী কঠোর পদক্ষেপ নিলেই কেবল পুঁজিবাজার বিনিয়োগবান্ধব হবে। তারা আরও বলেন, বর্তমান  শেয়ারবাজার নিয়ন্ত্রিত। কোনো এক নিয়ন্ত্রক গোষ্ঠী বাজারকে তাদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করছে। বাজার লেনদেনে দেখা গেছে, সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১৩৩ পয়েন্টে। ডিএসইতে ৪৬৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে  লেনদেন হয়েছিল ৩৮০ কোটি ৫৯ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানির মধ্যে ২৪৬টি বা ৭০ শতাংশ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ৭১টি বা ২০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি বা ১০ শতাংশ কোম্পানির। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৫ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২০৫টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর।

সর্বশেষ খবর