শিরোনাম
শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ফারুক হত্যা মামলা

সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে চার্জগঠন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ১০৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ১১০ আসামির মধ্যে ৬ জনের মৃত্যু হওয়ায় তাদের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়। গতকাল মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবিরের আদালতে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদ-প্রাপ্ত আসামি দেলাওয়ার হোসেন সাঈদীকে হাজির করা হয়। দুপক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে ফারুক হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাবিতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হন। এ ঘটনায় রাবি ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা করেন। এ মামলায় জামায়াতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ ও দেলাওয়ার হোসেন সাঈদীসহ ১১০ জনকে আসামি করা হয়। রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা ও জজ আদালতের সরকারি কৌঁসুলি শিরাজি শওকত সালেহীন জানান, মামলায় মোট আসামির সংখ্যা ১১০ জন। ২০১২ সালের জুলাই মাসে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। গতকাল শুনানি ছিল। শুনানি শেষে বিচারক ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৬ জন মারা যাওয়ায় তাদের অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর