রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নদীতে নেমে নিখোঁজ তিন কলেজছাত্র

সাভার প্রতিনিধি

সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র পানিতে তলিয়ে গেছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীর পশ্চিম ব্যাংক টাউন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ধানমন্ডি আইডিয়াল কলজের বিজ্ঞান বিভাগের ১২ ছাত্র বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীর ওই অংশে গোসল করতে নামে। এক পর্যায়ে তাদের মধ্য থেকে তিনজন স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায়। আহত অবস্থার দুজনকে উদ্ধার করে স্থানীর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার ও টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টঙ্গী ফায়ার সার্ভিস  স্টেশনের পাঁচ ডুবুরি উদ্ধারকারী দলে রয়েছেন। প্রত্যক্ষদর্শী সহপাঠী  মোকাদ্দেম বলেন, কলেজে যেতে দেরি হওয়ায় ক্লাসে ঢুকতে পারেননি তারা। পরে ব্যাংক টাউন এলাকার আকাশ নামের এক সহপাঠীর সঙ্গে ঘুরতে যান ১২ জন। গোসল করতে নামলে স্রোতের টানে তিনজন তলিয়ে যান। নিখোঁজদের মধ্যে একজন আনোয়ার  হোসেনের ছেলে রাজন (১৭)। তারা রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম কাফরুলের তালতলায় থাকেন। বাকি দুজন হলেন- আকাশ ও মেহেদী হাসান। এদিকে ছয় দিনেও খোঁজ মেলেনি তুরাগে হারিয়ে যাওয়া সেই ট্যাক্সিক্যাব ও চালকের। ঘটনার পর থেকে উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ, পুলিশসহ নৌবাহিনীর ১৫ ডুবুরি দলসহ ৩০ সদস্য। এর আগে গত শনিবার রাতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেপুর ব্রিজে ওঠার আগে তুরাগ নদের শাখা খালে পড়ে যায় ট্যাক্সিটি। মঙ্গলবার রাতে স্থগিতের পর গতকাল সকাল থেকে উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিকে এ ঘটনায় নিখোঁজ চালক ও ট্যাক্সিক্যাবের পরিচয় উদ্ধার হয়েছে। ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের হলুদ রঙের ট্যাক্সিক্যাবের চালক ছিলেন জিয়াউর রহমান। আমিনবাজার এলাকার কোস্টগার্ড, নৌবাহিনী আর ফায়ার সার্ভিসের সদস্যরা তুরাগ নদের বুকে বিরামহীন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। শুধু কি তাই, ঢেউয়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার আর স্পিডবোট নিয়ে স্বজনরাও খুঁজে ফিরছেন নিখোঁজদের।

সর্বশেষ খবর