রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পুলিশ কর্মকর্তাকে গাড়িতে তুলে ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

যাত্রী ভেবে পুলিশের এক এসআইকে মাইক্রোবাসে তুলে মালামাল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা  পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি প্রাইভেট কার, রড, লাঠি ও চাকু জব্দ করা হয়। ১৭ জুলাই রাজধানীর মহাখালী-আমতলী এলাকায় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ডিবির যুগ্মকমিশনার মাহবুব আলম। গ্রেফতার ছিনতাইকারী চক্রের সদস্যরা হলো বজলু আলমগীর, মাসুম বিল্লাহ, মুক্তার হোসেন ও মোহাম্মদ আলী। সংবাদ সম্মেলনে মাহবুব আলম জানান, ১৭ জুলাই রমনা বিভাগের এসআই কে এম নুর ই আলম ছুটিতে নেত্রকোনায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তার সঙ্গে এলজি মডেলের এলইডি টেলিভিশন, একটি সিম্ফনি এলসিক্স মডেলের মোবাইল ফোন সেট ও অন্য মালামাল ছিল। রাত দেড়টার দিকে একটি মাইক্রোবাস এসে মহাখালী-আমতলীতে তার সামনে দাঁড়ায়। ৩০০ টাকায় নেত্রকোনা নিয়ে যাবে বলে ঠিক হয়। নুর ই আলম গাড়িতে বসতেই দুই দিক থেকে আরও দুজন উঠে তার হাত, পা ও চোখ বেঁধে ফেলে। চলন্ত গাড়িতে তার মানিব্যাগ থেকে এটিএম কার্ড বের করে নেয়। একটি বুথে ঢুকে কার্ড ঢুকিয়ে দেখে সেখানে টাকা নেই। এরপর তাকে গাড়িতে মারধর করে ছিনতাইকারী চক্রের সদস্যরা। পরে হাত-পা বাঁধা অবস্থায় মালামাল কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয় তারা। ডিবি পুলিশ পশ্চিমের একটি টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে এ চক্রের সদস্যদের গ্রেফতার করে। জানা গেছে, গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে দুই দিন করে মঞ্জুর করেন বিচারক।

সর্বশেষ খবর