রবিবার, ২৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চার অটোযাত্রীর

প্রতিদিন ডেস্ক

কিশোরগঞ্জে ট্রাক-অটো সংঘর্ষে নিহত হয়েছেন অটোরিকশার চার আরোহী। এ ছাড়া গোপালগঞ্জ, ময়মনসিংহ, নাটোর, কুড়িগ্রামের ফুলবাড়ী ও কক্সবাজারের চকরিয়ায় সড়কে প্রাণ গেছে আরও পাঁচজনের। প্রতিনিধিদের পাঠানো খবর-কিশোরগঞ্জ : পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নে মঠখোলা-কটিয়াদী সড়কে গতকাল সকালে ট্রাক- সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন অটোচালক পাকুন্দিয়ার পুটিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে শরীফ (৩০), অটোযাত্রী চামরাইট গ্রামের হাদিউল ইসলামের ছেলে খোকন মিয়া (২৮), মেরাতলা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে অহিদ মিয়া (৪০) ও গাজীপুরের কাপাসিয়ার ইসহাক মিয়ার স্ত্রী রাজিয়া খাতুন (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অটোরিকশাটি পাকুন্দিয়ার মঠখোলা বাজারের পাশে বটতলা থেকে যাত্রী নিয়ে কটিয়াদী যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান অটোচালক শরীফ এবং ব্যবসায়ী খোকন। গুরুতর আহত দুজনের মধ্যে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে রাজিয়া খাতুন এবং ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় অহিদ মিয়ার। পুলিশ ট্রাকচালক বাচ্চুকে আটক করেছে। গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় গতকাল বাসের ধাক্কায় আনোয়ার হোসেন পলাশ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আনোয়ার হোসেন পলাশ গোপালগঞ্জ শহরের মনসুর আলীর ছেলে।

ময়মনসিংহ : ত্রিশালে মোক্ষপুর ইউনিয়নে বগার বাজার-সানকিভাঙ্গা সড়কের ভূইয়ার বাজার নামক স্থানে ট্রাক খাদে পড়ে মারা গেছেন হেলপার আজিজুল হক (২৫)। তার বাড়ি ত্রিশাল উপজেলার বাগান গ্রামে। নাটোর : সিংড়ায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। নিহত ইয়াছিন মোল্লা (৪৫) সিংড়া উপজেলার পাঁচপাকিয়া গ্রামের রওশন মোল্লার ছেলে। আহতদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাসচাপায় মারা গেছেন আয়নাল হক (৩৭) নামে এক চা বিক্রেতা। উপজেলা সদরের ব্রাক মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মজিবর রহমানের ছেলে। চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া মাদ্রাসা গেট এলাকায় গতকাল যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে বাসের হেলপার শাহাবউদ্দিন (৪০) নিহত হয়েছেন। শাহাবউদ্দিন চকরিয়া পৌরসভার জহির আহমদের ছেলে।

সর্বশেষ খবর