শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জাহালমকান্ডের অন্যতম আসামি আমিনুলকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

বিনা অপরাধে জাহালমের কারাভোগ মামলার অন্যতম আসামি আমিনুল হক সরকারকে কারাগার থেকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কেরানীগঞ্জের ঢাকা  কেন্দ্রীয় কারাগার থেকে তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনা হয় বলে কমিশনের জনসংযোগ কার্যালয় জানিয়েছে। পরে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত জুনেও তাকে সাত দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ঘটনায় পুনঃতদন্তের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ২০১২ সালে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে দুদক ৩৩টি মামলা করে। তদন্তকালে ঠাকুরগাঁওয়ের সালেকের বদলে টাঙ্গাইলের জাহালমকে আসামি করা হয়। আসামি হিসেবে তাকে আবু সালেক ওরফে জাহালম হিসেবে উল্লেখ করা হয়। এর ফলে সালেকের স্থলে তিন বছর কারাগারে কাটাতে হয়েছে জাহালমকে। বিনা দোষে জাহালমের কারাভোগের খবর গণমাধ্যমে এলে তা হাই কোর্টের নজরে আসে। উচ্চ আদালতের হস্তক্ষেপে গত ৪  ফেব্রুয়ারি মুক্তি পান তিনি।

সর্বশেষ খবর