শুক্রবার, ২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তিন তালাকের বিলে সম্মতি দিলেন ভারতের রাষ্ট্রপতি

কলকাতা প্রতিনিধি

অবশেষে তাৎক্ষণিক তিন তালাক বিলে সম্মতি দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরই আইনে পরিণত হয়ে গেল বিলটি। অর্থাৎ তিন তালাক উচ্চারণ করে মুসলিম পরিবারের মধ্যযুগীয় বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ বেআইনি হয়ে গেল। তিন তালাক শুধু বেআইনি নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। তিন তালাকের মাধ্যমে কোনো পুরুষ বিবাহ বিচ্ছেদের চেষ্টা করলে তার স্ত্রী ও পরিবারের অন্য কারও অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীর তিন বছর সাজার মেয়াদ হবে।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর এই বিল লোকসভায় পাস করালেও আইনে পরিণত করা সম্ভব হয়নি। কারণ রাজ্যসভায় এনডিএ সরকারের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিতর্কিত এই বিলটি নিয়ে বারবারই অর্ডিন্যান্সেই সীমাবদ্ধ থাকতে হয়েছে। কিন্তু দ্বিতীয় দফায় সরকারে আসার পর মোদি সরকারের বড় চ্যালেঞ্জ ছিল এই বিলটি রাজ্যসভায় পাস করা। অবশেষে গত মঙ্গলবার রাজ্যসভাতেও পাস হয়ে যায় এই বিলটি। মোদি-অমিত শাহর রণকৌশলে রাজ্যসভায় বিলের পক্ষে ভোট পড়ে ৯৯। আর বিপক্ষে পড়ে ৮৪টি ভোট। রাজ্যসভায় অনুমোদনের পরই টুইট করে রাষ্ট্রপতি লিখেছিলেন- ‘তিন তালাকের প্রথা বাতিল মুসলিম নারী (প্রোটেকশন অব রাইটস অন ম্যারেজ) বিল রাজ্যসভায় পাস হলো। লিঙ্গ নির্বিশেষে ন্যায়বিচারের প্রশ্নে এটা মাইলফলক। গোটা দেশের জন্য এটা একটা তৃপ্তির মুহূর্ত।’ রাজ্যসভায় বিলটি অনুমোদের পর এবার বিলটিতে সম্মতি প্রদান করলেন ভারতীয় রাষ্ট্রপতিও। 

সর্বশেষ খবর