রবিবার, ৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ডেঙ্গু ভয়াবহ আকার নিয়েছে কিন্তু এটা মোকাবিলার খবর নাই। স্বাস্থ্যমন্ত্রী তার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন মালয়েশিয়ায়। নিজেরা বাঁচবেন, জনগণ মরুক ডেঙ্গুতে, কোনো পরোয়া নেই সরকারের। সরকার অনির্বাচিত বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। জনগণকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এ সরকার।

গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। উচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, সবার আশা-ভরসার স্থল হচ্ছে উচ্চ আদালত। সেই আদালতের রায়ে গোটা জাতি হতবাক হয়েছে, হতাশ হয়েছে।

সর্বশেষ খবর