বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঢাকায় অপহৃত সাংবাদিক উদ্ধার সুনামগঞ্জে

সুনামগঞ্জ প্রতিনিধি

ঢাকায় অপহৃত সাংবাদিক উদ্ধার সুনামগঞ্জে

গত ৩ আগস্ট ঢাকার গুলশান থেকে অপহৃত মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার এফ এম মুশফিকুর রহমানকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ভোরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম-সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানান, ভোরে গোবিন্দপুর গ্রামের পাশের সড়কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়াচ্ছিলেন সাংবাদিক মুশফিকুর। এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তাকে মসজিদে নিয়ে যান। পরে পুলিশ ও সাংবাদিকদের খবর দিলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়। সাংবাদিক মুশফিকুর রহমান জানান, ৩ আগস্ট গুলশান গোলচত্বর এলাকার একটি হোটেলে তার মামার সঙ্গে নাস্তা খেয়ে মিরপুরের বাসায় যাওয়ার জন্য বাসে ওঠেন। উঠে দেখেন বাসটি মিরপুরের নয়। এক পর্যায়ে কয়েকজন লোক তার মুখে তরল পদার্থ স্প্রে করলে অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে বুঝতে পারেন তাকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা তাকে মারপিট করেছে। কখনো গুলি করে, কখনো গলাটিপে আবার কখনো জবাই করে হত্যার হুমকিও দিয়েছে। পরে কেন আমাকে ছেড়ে দিয়েছে বলতে পারব না। সুনামগঞ্জ সদর থানার এসআই মো. জিন্নাতুল ইসলাম জানান, মুশফিকুর রহমানকে গোবিন্দপুর এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেউ অপহরণ করার পর তাকে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারের বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। তিনি ঢাকার মিরপুর ১২ নং এলাকার ৪ নং রোডের একটি বাসায় বসবাস করতেন।

সর্বশেষ খবর