বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমারে অস্ত্র ব্যবসায় নিষেধাজ্ঞার আহ্বান জাতিসংঘের

প্রতিদিন ডেস্ক

বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য নিজেদের হাতে থাকায় কোনো জবাবদিহিতা ছাড়াই বিভিন্ন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে বর্বর অভিযান চালাতে পারে মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এভাবে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন করলেও তারা দায়মুক্তি পেয়ে যায় জানিয়ে দেশটির সামরিক ব্যবসা-বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে বিশ্বনেতাদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতিসংঘের তদন্তকারী দল। সোমবার জাকার্তায় জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে অনুরোধ জানান জাতিসংঘের তদন্ত দলের প্যানেল চেয়ারম্যান  মারজুকি দারুসমান। খবর-রয়র্টার্স’র। তদন্ত কমিটির চেয়ারম্যান মারজুকি দারুসমান এক সাক্ষাৎকারে বলেন, প্রথমবারের মতো প্রতিবেদনে বেরিয়ে এসেছে যে, এসব  কোম্পানির সঙ্গে নির্দিষ্ট ইউরোপীয় ও এশিয়ান কিছু কোম্পানির  লেনদেন রয়েছে, যা জাতিসংঘের চুক্তি ও আদর্শ ভঙ্গের শামিল। তদন্তে ফ্র্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, হংকং ও চীনের লেনদেন আছে এমন অন্তত ৫৯টি প্রতিষ্ঠানের খোঁজ মিলেছে, যেগুলোর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর কোনো না কোনো যোগসাজশ রয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর কাছে অস্ত্র না বিক্রির আহ্বানও জানানো হয় তদন্ত প্রতিবেদনে।

বলা হয়, ইসরায়েল, ভারত, দক্ষিণ কোরিয়া ও চীনের ১৪টি কোম্পানি ২০১৬ সাল থেকে বার্মিজ সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি করছে। জাতিসংঘের তদন্তকারীরা মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত সব অর্থনৈতিক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে অনুরোধ জানিয়ে বলেন, কিছু বিদেশি কোম্পানি এখনো মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলে তারাও পরোক্ষভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে।

সর্বশেষ খবর