বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তিন কারণে পুঁজিবাজারে এই ধস : ড. আবদুল মজিদ

তিন কারণে পুঁজিবাজারে এই ধস : ড. আবদুল মজিদ

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ বলেছেন, দেশের পুঁজিবাজারে ধসের পেছনে মূলত তিনটি কারণ। এগুলো হলো রাষ্ট্রায়ত্ত ও বিদেশি কোম্পানিকে তালিকাভুক্ত না করা, ব্যাংকিং খাতে সংকট এবং শেয়ার কারসাজিতে জড়িতদের বিচার না হওয়া। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে চরম আস্থাহীনতা কাজ করছে। কর্তৃপক্ষ এ তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ প্রতিদিনকে ড. আবদুল মজিদ আরও বলেন, পুঁজিবাজারে সরকারি বৃহৎ প্রকল্প ও বাণিজ্যিক কোম্পানি থাকলে সাধারণ মানুষের সম্পৃক্ততা তৈরি হতো ও সংশ্লিষ্ট কোম্পানির হিসাবেও স্বচ্ছতা আসত। পৃথিবীর সব জায়গায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুঁজিবাজার থেকে নির্দিষ্ট পরিমাণ শেয়ার ছেড়ে অর্থ উত্তোলনের শর্ত দেওয়া হয়। বাংলাদেশে তার উল্টো। এসব কোম্পানি বাজারে থাকলে বড় বিনিয়োগকারীরা আকৃষ্ট হতো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ও অর্থনৈতিক বিশ্লেষক ড. মজিদ আরও বলেন, সাধারণত পুঁজিবাজারে বড় ভূমিকা রাখে ব্যাংকিং খাত। কিন্তু আমাদের ব্যাংকিং খাতে দুরবস্থা বিরাজমান। তারল্য সংকটের সঙ্গে তারা দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করে নিজেরাই দাঁড়াতে পারছে না। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতিও সংকটপূর্ণ। এ ছাড়া আমাদের পুঁজিবাজারে বিভিন্ন সময় কারসাজির ঘটনা ঘটেছে। যারা এ কারসাজিতে জড়িত তাদের শাস্তি দূরে থাক উল্টো পুরস্কৃত করা হয়েছে। যেটা মানুষের মনে চরম আস্থাহীনতা তৈরি করেছে। সবাই মনে করছে বিনিয়োগকারীদের টাকা যারা লুটে নিয়ে যায় তাদের ব্যাপারে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। পুঁজিবাজার স্থিতিশীল করতে হলে কর্তৃপক্ষকে দ্রুত এসব বিষয়ে নজর দিতে হবে।

সর্বশেষ খবর