বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
গ্রেফতার এড়াতে নদে ঝাঁপ

নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল মোল্লা পুলিশি গ্রেফতার এড়াতে মঙ্গলবার বিকালে কুমার নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। গতকাল সকাল ১০টায় খুলনা থেকে আসা ডুবুরিরা কুমার নদ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে। আমিরুলের ভাই বাহারুল মোল্লা জানান, মঙ্গলবার বিকালে আমিরুল শ্রীকোল বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় গ্রাম্য প্রতিপক্ষ বাহারুল মেম্বার পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করতে আসে। পুলিশের এসআই ওলিয়ার রহমানের নেতৃত্বে একটি টিম চায়ের দোকানে বসা আমিরুলকে ধাওয়া দেয়। এ সময় আমিরুল গ্রেফতার এড়াতে দৌড়ে কুমার নদে ঝাঁপ দেন। মাঝ নদে গিয়ে আমিরুল হাত উঁচু করে বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করতে থাকে। উপস্থিত লোকজন ও দমকল কর্মীরা নদীতে নেমে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। গতকাল সকালে খুলনা থেকে ডুবুরি দল এসে সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে। আমিরুলের ভাই বাহারুল মোল্লার দাবি, তার ভাই নির্দোষ। গ্রাম্য দলাদলি ও সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষ বাহারুল মেম্বার ষড়যন্ত্র করে তার ভাইয়ের নামে শ্রীপুর থানায় মামলা করেছেন। নিহতের স্ত্রী মরিয়ম নেছা দাবি করেছেন, পুলিশের ধাওয়ায় কুমার নদে ডুবে তার স্বামীর মৃত্যু হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আমিরুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 অভিযুক্ত এসআই ওলিয়ার ও পুলিশ সদস্য বুলবুলকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর