শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দামে খুশি ক্রেতা-বিক্রেতা

জমে উঠেছে ঢাকার পশুর হাট

নিজস্ব প্রতিবেদক

দামে খুশি ক্রেতা-বিক্রেতা

কোরবানির ঈদের বাকি আর মাত্র দুই দিন। এ উপলক্ষে পশুর হাটে কেনাবেচা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে ক্রেতা-বিক্রেতার। গতকাল ছুটির দিন থাকায় জমে ওঠে রাজধানীর পশুর হাটগুলো। সকাল হতে না হতেই অনেকে সপরিবারে হাজির হন হাটে। ঘুরে ঘুরে দেখেন বিভিন্ন আকারের গরু। কেউ কেউ দর কষাকষি করেন, আবার কেউ সাধ্যের মধ্যে থাকা গরু খুঁজতে থাকেন। বড় গরুগুলো ইনজেকশন দিয়ে মোটাতাজা করা হয়েছে কিনা তারও খোঁজখবর নেন। কিন্তু মাঝারি আকারের গরুর প্রতি নজর ছিল বেশির ভাগ মানুষের। এবারের কোরবানির হাটে পশুর দাম নিয়ে বেশির ভাগ ক্রেতা-বিক্রেতাকে খুশি থাকতে দেখা গেছে। তবে হাটে বিপুলসংখ্যক পশু থাকলেও কাক্সিক্ষত ক্রেতা না পাওয়ার কথাও জানান কোনো কোনো ব্যাপারী। 

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতাসমাগম। বিভিন্ন আকারের প্রচুর কোরবানির পশু থাকলেও এদিন ৬৫ থেকে ৮৫ হাজার টাকা দামের গরু বিক্রি হতে দেখা যায় বেশি। আগের দিনের বৃষ্টিতে কাদা মাটি উপেক্ষা করে গতকাল সকাল থেকেই ক্রেতা-দর্শনার্থীর ভিড় শুরু হয় খিলগাঁও রেলগেটসংলগ্ন মৈত্রী সংঘের মাঠে অস্থায়ী কোরবানির পশুর হাটে। এর পাশেই খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসেছে ছাগলের হাট। এখানে বড় আকারের বেশির ভাগ ছাগল এসেছে জামালপুরের বিভিন্ন উপজেলা থেকে। এগুলোর দাম হাঁকা হয় ১৫ থেকে ২২ হাজার টাকা করে। এরপর মৈত্রী সংঘ মাঠে গরুর হাটের প্রবেশমুখের হাসিল ঘরের সামনে দেখা গেল কিছু মানুষের জটলা। মাঝারি আকারের একটি গরু তিনজন মিলে ধরে রেখেছে। পাশে দাঁড়িয়ে ক্রেতা হাসিল জমা দিচ্ছেন। এর মধ্যেই আগতদের শুরু হয়ে যায় নানা ধরনের প্রশ্ন। অন্য ক্রেতারাও উৎসাহ নিয়েই দাম জিজ্ঞেস করেন। বিক্রেতা সিরাজ মিয়া জানালেন, ৬২ হাজার টাকায় গরুটি ছেড়েছেন তিনি। কথা হয় জামালপুরের ইসলামবাগের শহিদ নামের আরেক ব্যাপারীর সঙ্গে। এ প্রতিবেদককে তিনি জানান, একই আকারের তিনটি ষাঁড় নিয়ে আসেন তিনি। প্রতিটির দাম ধরা হয় ১ লাখ ২০ হাজার টাকা করে। তবে এর মধ্যে একটি গরু ৮৪ হাজার টাকায় বিক্রি করেছেন। সবুজবাগ থেকে নিজের মেয়েকে নিয়ে হাটে কোরবানির গরু দেখতে আসেন মাসুদ নামে একজন। তিনি বলেন, যে আকারের গরু আমাদের পছন্দের মধ্যে আছে এখন পর্যন্ত সেগুলোর দাম সহনীয় পর্যায়ে আছে। এখানে বেশির ভাগ গরুই মাঝারি আকারের। আর এই মাঝারি আকারের গরুই কিনব। 

চুয়াডাঙ্গা থেকে চারটি গরু এনেছেন রাজা নামে এক ব্যাপারী। ১ লাখ ৪০ হাজার টাকা করে দাম রেখেছিলেন তিনি। ১ লাখ ২৫ হাজার টাকায় একটি বিক্রি করেছেন। বৃহস্পতিবার টানা বৃষ্টির কারণে হাটে একটু আতঙ্ক ছিল। ক্রেতারা অনেকেই ছাতা নিয়ে এসেছেন। হাটের ভিতরের রাস্তায় কাদা পানি জমে থাকায় মানুষের ভোগান্তিও ছিল চরমে।

সর্বশেষ খবর