শনিবার, ১০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

চিরকুট লিখে আত্মহত্যা কিশোরী ও গৃহশিক্ষিকার

পটুয়াখালী ও কুমিল্লা প্রতিনিধি

পটুয়াখালী ও কুমিল্লায় পৃথক ঘটনায় চিরকুট লিখে রেখে এক কিশোরী এবং এক গৃহশিক্ষিকা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। পটুয়াখালীর রাঙ্গাবালীতে অপবাদ দিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর হুমকির ঘটনায় এক কিশোরী চিরকুটে চার বখাটের নাম লিখে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে চার বখাটেকে আসামি করে রাঙ্গাবালী থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন। গত বুধবার রাতে রাঙ্গাবালী সদর ইউনিয়নের চর যমুনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ জানান, স্বর্ণা আক্তার (১৮) নামের ওই কিশোরী ওড়না জড়িয়ে তার নিজ ঘরে গলায় ফাঁস নেয়। আত্মহত্যার আগে স্বর্ণা একটি চিরকুট লিখে জানায়, একই এলাকার লিমন, হৃদয়, রাহাত ও অন্তর ফেসবুকে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালানোর ভয় দেখায় এবং তারা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। তাই লোকলজ্জার ভয়ে সে আত্মহত্যা করেছে। গতকাল পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। এদিকে কুমিল্লায় তাহেরা আক্তার (১৮) নামের এক গৃহশিক্ষিকা একটি সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন। নোটে তিনি লিখেন, আমার ছাত্র-ছাত্রীদের অভিভাবক নাজমা আক্তার ও তার মা, শাশুড়ি আমার মৃত্যুর জন্য দায়ী। আমি অন্যায় করার পর মাফ চেয়েছি। কিছু কথা বলার পর তাদের কাছে মাফ চাইছি। তারা বলে ঈদের পর দরবার করবে। এই ভয়ে আমি ফাঁসি দিতে বাধ্য হলাম। আমার বাবা-মায়ের কাছে অনুরোধ, তারা যেন আমারে মাফ করে দেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইফপির নোয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবুর রহমানের মেয়ে। গতকাল বিষয়টি জানাজানি হয়।

সর্বশেষ খবর