শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দেশে থেকেই প্রবাসী

মির্জা মেহেদী তমাল

দেশে থেকেই প্রবাসী

ঈর্ষণীয় ফেসবুক প্রোফাইল! দেখতে ঝকঝকে, স্মার্ট। সঙ্গে দামি গাড়ি, বাড়ির ছবি। বিদেশে থাকেন। প্রোফাইল দেখেই শিউলি (ছদ্মনাম) বুঝতে পারেন ভালো ঘরের ছেলে। তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বলে প্রোফাইল খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন শিউলি। তার ভালো লাগল দেখে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিউলি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেন। এরপর নিয়মিত চ্যাটিং। ছেলেটি চ্যাটিংয়ে মনোমুগ্ধকর কবিতার লাইন লিখত। একে তো বিত্তশালী। তাও বহুমুখী প্রতিভার অধিকারী, এমন ব্যক্তিত্বের সঙ্গে কে না বন্ধুত্ব পাতাতে চায়? শিউলি ছেলেটির প্রতি দুর্বল হয়ে পড়েন। দিন যত যায়, চ্যাটিংয়ে তারা ঘনিষ্ঠ হতে থাকেন। একপর্যায়ে খোলামেলাভাবেই তারা কথা বলেন। কিছুদিন পর ছেলেটি শিউলিকে বিয়ে করতে চায়। এজন্য সে দেশে এসেছে বলে জানায়। শিউলি খুব খুশি। এতে শিউলি ছেলেটির প্রতি শতভাগ বিশ্বাস করে ফেলেন। কিন্তু বিপত্তি ঘটে সেদিন, যেদিন ছেলেটি তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। তার বাবার অসুস্থতার কারণে টাকার প্রয়োজন। কিন্তু মেয়েটি বলেন, তার কাছে টাকা নেই। ছেলেটি এবার শিউলির নগ্ন ছবি ইনবক্স করে। মাথা খারাপ হয়ে যায় শিউলির।

বিশ্বাস করে যাকে তার শরীর দেখিয়েছিল, সেই ছেলেটি নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাক মেইলিং করতে চাচ্ছে! বিষয়টি শিউলি তার এক ভাইকে বলেন। সেই ভাই পুলিশে খবর দেয়। গত ৩ আগস্ট সিআইডির একটি টিম মৌলভীবাজারের সরকার বাজার থেকে শাহ জাহাঙ্গীর আলী নামের সেই প্রতারককে গ্রেফতার করে। পুলিশ জানতে পারে তার প্রতারণার ভয়ঙ্কর সব কাহিনি। এভাবেই সে অন্তত ১০০ নারীর সঙ্গে ব্ল্যাক মেইলিং করেছে। পুলিশ জানায়, শাহ জাহাঙ্গীর আলী প্রথমে প্রবাসী কোনো ব্যক্তির ফেসবুক আইডি থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে মেয়েদের ফ্রেন্ড লিস্টে যুক্ত হয় । নিজেকে প্রবাসী বলে পরিচয় দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। কিছুদিন তাদের সঙ্গে ফেসবুকে তথ্য আদান-প্রদানের পর পছন্দ হয়েছে এবং তাকে বিয়ে করতে চায় বলে জানায়। এভাবে পরিচয়কে প্রণয়ের দিকে ধাবিত করে, অভিভাবকদের দেখানোর কথা বলে মেয়ে এবং তাদের পরিবারের ছবি সংগ্রহ করে। আবার যেসব নারীর সঙ্গে ভালোবাসার নিবিড় সম্পর্ক তৈরি হয় তাদের বিয়ের প্রলোভন দেখিয়ে অত্যন্ত সুকৌশলে খোলামেলা ছবি সংগ্রহ করে। ছবি সংগ্রহে অপারগ হলে ছবি এডিটিং করে অশ্লীল ও নগ্ন ছবি তৈরি করে। নারীদের সঙ্গে কথাবার্তা বলার একপর্যায়ে জাহাঙ্গীর বলে, সে বিয়ে করার প্রস্তুতি নিয়ে দেশে এসেছে। ইতিমধ্যে তার বাবার অসুস্থতা বা অন্য কোনো সমস্যার কথা বলে নারীদের কাছ থেকে টাকা দাবি করে। যেসব নারী টাকা দিতে রাজি না হয় তাদের নাম দিয়ে ভুয়া আইডি তৈরি করে তাদের নগ্ন ছবি প্রকাশ করে এবং নারীদের ওই ছবি ফেসবুক মেসেঞ্জার ইনবক্সে দিয়ে টাকা দেওয়ার জন্য হুমকি দেয়। জাহাঙ্গীর তার একাধিক ভুয়া আইডির মাধ্যমে নারীর বিভিন্ন ছবি ভাইরাল করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করে। সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানিয়েছে, মানুষের দৈনন্দিন জীবনে তথ্য ও প্রযুক্তির ব্যবহার অপরিসীম। তথ্য ও প্রযুক্তি আধুনিক জীবনকে করে তুলেছে সহজ ও স্বচ্ছন্দময়। কিন্তু কিছু অসৎ ব্যক্তি তথ্য ও প্রযুক্তির অপব্যবহার করে চলেছে; যার ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ছে ব্যক্তি ও সামাজিক জীবনে। অথচ একটু সচেতনতা ও বাস্তব বুদ্ধি প্রয়োগ করে প্রযুক্তিনির্ভর এ প্রতারণা থেকে পরিত্রাণ পাওয়া যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর