শিরোনাম
শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী আজ

আধুনিক বাংলা কবিতার বরপুত্র কবি শামসুর রাহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। সৃষ্টি ও মননের দ্যুতিময় উপস্থাপনা তাকে দেয় সমকালীন বাংলা কবিতার প্রধান কবির মর্যাদা। কবি হিসেবে দুই বাংলায় সমান জনপ্রিয় ছিলেন তিনি। তাকে নাগরিক কবিও বলা হয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, নিরালোকে দিব্যরথ, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, অ™ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। তিনি পেশাগতভাবে ছিলেন সাংবাদিক। দৈনিক বাংলার সম্পাদক এবং প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। কবির স্মৃতি স্মরণ করতে পরিবার এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে। জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতি পরিষদ, কবি শামসুর রাহমান ফাউন্ডেশন ও কবি পরিবারের পক্ষ থেকে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। শামসুর রাহমানের জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলির নানাবাড়িতে। তার পৈতৃক বাড়ি নরসিংদীর রায়পুরার পাড়াতলী গ্রামে।

সর্বশেষ খবর