শনিবার, ১৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা

মেক্সিকোতে ১৭ বাংলাদেশিসহ ৬৫ বিদেশি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মেক্সিকো কর্তৃপক্ষ তাদের দেশে ১৭ বাংলাদেশিসহ ৬৫ জন এশীয় অভিবাসনপ্রত্যাশীর খোঁজ পেয়েছে। ওই অধিবাসনপ্রত্যাশীরা নিজ দেশের বাইরে অন্তত সাতটি দেশ ঘুরে মেক্সিকো পৌঁছান। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন তারা। মেক্সিকোর গণমাধ্যম এল সোল দো মেক্সিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে  ৩৬ জন ভারতীয় ও ১২ জন শ্রীলঙ্কান। মেক্সিকোর জননিরাপত্তা বিভাগ গত বৃহস্পতিবার রাতে জানিয়েছে, উদ্ধার  হওয়া ওই অভিবাসনপ্রত্যাশীরা অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। তাদের শরীরে ব্যাপক মাত্রায় পানিশূন্যতা দেখা দিয়েছিল। ভেরাক্রুজের কাছে একটি মহাসড়কে তাদের ঘোরাফেরা করতে দেখা যায়। ফেডারেল পুলিশকে তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর লক্ষ্যে ওই অভিবাসনপ্রত্যাশীরা দীর্ঘ ও জটিল পথ পাড়ি দিয়েছেন। গত ২৪ এপ্রিল কাতারের একটি বিমানবন্দর থেকে প্রথমে তারা তুরস্কে যান। এরপর তারা যান কলম্বিয়ায়। সেখান থেকে ইকুয়েডর, পানামা, গুয়াতেমালা হয়ে মেক্সিকো পৌঁছান।

সর্বশেষ খবর