সোমবার, ১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

পাহাড়ি ঝরনায় পর্যটকদের ভিড়

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ি ঝরনায় পর্যটকদের ভিড়

পাহাড়ি ঝরনায় এখন পর্যটকের ভিড়। হ্রদ-পাহাড়-ঝরনার সখ্যতায় হৃদয় নিংড়ানো সৌন্দর্যে হারাতে এখানে আসছেন দূর-দূরান্তের হাজারো পর্যটক। কলকল ঝরনাধারার পানিতে গা ভিজিয়ে আনন্দে হারিয়ে যাচ্ছেন অসংখ্য ভ্রমণপিপাসু নারী-পুরুষ।

শুভলং ঝরনা এখন যেন আনন্দ-উৎসবের ফোয়ারা। বর্ষার জলধারায় যেন যৌবন ফিরেছে পাহাড়ি এ ঝরনায়। ঝরনার রূপ দেখে আকর্ষণ বেড়েছে স্থানীয় আশপাশের পর্যটকসহ দেশি-বিদেশি তরুণ-তরুণীদের। পর্যটকরা বলছেন, ঝরনাটির চারদিক ঘিরে রেখেছে সবুজ পাহাড়। মাঝখানে টলটলে কাপ্তাই হ্রদ। সেই হ্রদ ঘেঁষে পাহাড়ের কোল বেয়ে নেমে এসেছে অপূর্ব সুন্দরী শুভলং পাহাড়ি ঝরনা। তাকালেই দুই চোখের দৃষ্টি কাড়ে। জুড়িয়ে যায় হৃদয়-মন। যা না দেখলে কল্পনাতে আলপনার ছবি আঁকা যাবে না। তাই অসংখ্য মানুষের পদভারে ইতিমধ্যে মুখরিত হয়ে উঠেছে ঝরনা স্পট। সরেজমিন ঘুরে দেখা গেছে, পাহাড়ের বুক চিরে আছড়ে পড়ছে প্রবহমান জলধারা। গুঁড়ি গুঁড়ি জলকণাগুলো আকাশের দিকে উড়ে গিয়ে তৈরি করছে কুয়াশার আভা। স্রোতধারার শীতল কলতানে নিক্বণ ধ্বনির উচ্ছ্বাস ছড়িয়েছে চারপাশ। যেন সবুজ অরণ্যের প্রাণের ছোঁয়ার পরশ এঁেকছে কেউ। প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব নৈসর্গিক সৃষ্টি রাঙামাটির পাহাড়ি ঝরনা। রাঙামাটি জেলায় অসংখ্য ছোট-বড় পাহাড়ি ঝরনা থাকলেও নয়নাভিরাম ও বিস্ময়কর প্রাকৃতিক প্রাচুর্য শুধু রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নে দৃশ্যমান। যা দেখে হৃদয়-মনজুড়ে সৃষ্টি করে শিহরণ। রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের নৌযান ঘাটের ব্যবস্থাপক মো. রমজান আলী জানান, শুষ্ক মৌসুমে ঝরনার জলধারা শুকিয়ে গেলেও বর্ষা নিজ রূপবৈচিত্র্যে ফিরে আসে গিরি নির্ঝর। বর্তমানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সেই অপরূপ দৃশ্য বজায় রয়েছে। যা দেখতে দূর-দূরান্ত থেকে আসা পর্যটক ও স্থানীয়রা ছুটছেন প্রতিদিন। তাই বোট ভাড়া হচ্ছে উল্লেখযোগ্য হারে। রাঙামাটির শুভলং ঝরনার টিকিট বিক্রেতা রিন্টু চাকমা জানান, বর্ষা শুরু হলেই পর্যটকের ঢল নামে শুভলং ঝরনা স্পটে। এখন শুভলংয়ের ঝরনাকে ঘিরে পর্যটকের অনেক ভিড়। অনেকে পরিবার, পরিজন ও আপনজনসহ ঝরনা অবলোকনের জন্য আসছেন। তাই জমে উঠেছে ব্যবসাও। ঢাকা থেকে শুভলং ঝরনায় ঘুরতে যাওয়া পর্যটক মো. সৈকত আহমেদ বলেন, শুভলং ঝরনাটি প্রাকৃতিকভাবে সৃষ্টি। আর বর্ষাতে ঝরনার পানির স্রোত বেড়ে যায়। দেখতে অন্যরকম ভালো লাগে। তবে শুভলং স্পটে ঝরনা ছাড়া এখানে দেখার কিছুই নেই। একটি ব্রিজের মতো আছে, তাও আবার ভাঙা।

সর্বশেষ খবর