বুধবার, ২১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

দেশে ফিরেছেন ২২ হাজার ৯২২ হাজী

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে হজযাত্রীরা দেশে ফিরছেন। গতকাল বিকাল পর্যন্ত বাংলাদেশ ও সৌদি এয়ারলাইনসের ১১টি ফ্লাইটে ২২ হাজার ৯২২ জন হাজী দেশে ফিরেছেন। অবশ্য রাত ৯টায় আরও দুটি ফ্লাইট অবতরণের কথা রয়েছে। বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্র জানায়, গত শনিবার থেকে হাজীদের বহনকারী ফিরতি ফ্লাইট শুরু হয়। ওইদিন সৌদি আরব থেকে ৪১৯ জন হাজী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট রাত ৮টা ৩৪ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলানস এসব হজযাত্রী বহন করেছে। এ বছর হজ করতে গিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৭২ হজযাত্রী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ছয়জন ও জেদ্দায় একজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ৬৩ ও নারী ৯ জন।

সর্বশেষ খবর