রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জাতীয় পার্টি জামায়াত ও বাম অস্তিত্ব সংকটে

নওগাঁয় একেবারেই রুগ্ন হয়ে পড়েছে জাতীয় পার্টি। তৃণমূলের প্রতি কেন্দ্রীয় নেতাদের অবহেলা আর জোটের কাছ থেকে সুযোগ-সুবিধা না পাওয়াকেই দায়ী করছেন জেলার নেতা-কর্মীরা। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতোই অফিস ও সাইনবোর্ড রয়েছে কিন্তু নেই শুধু কর্মী-সমর্থকদের মাঝে স্বতঃস্ফূর্ততা। দলের বিভিন্ন কর্মসূচিতেও নেতা-কর্মীদের দেখা মেলে না। তৃণমূলের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, শরিক দলের নেতাদের সমন্বয়হীনতায় কোনো কর্মসূচিতেই তাদের ডাক পড়ছে না। আবার জেলার প্রথম সারির নেতাদের অবহেলা ও অবমূল্যায়নের কারণে মাঠ পর্যায়ের কর্মীরা কোথাও গিয়ে স্থান পাচ্ছেন না। এমন অবস্থা দীর্ঘ হলে ভবিষ্যতে জেলায় দলটির অস্তিত্ব টিকিয়ে রাখা দুষ্কর হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। একই অবস্থা জেলার বিভিন্ন উপজেলার সাংগঠনিক কার্যক্রমে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কমিটি গঠন সম্পন্ন হওয়ার পর থেকে সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে। তবে মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে তেমন কোনো সাড়া পাওয়া যায় না। দুই একটি বিষয়ে তারা আমাদের সঙ্গে পরামর্শ করলেও অধিকাংশ বিষয়েই তারা আমাদের অনেকটা এড়িয়ে চলেন। জামায়াত : নওগাঁয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অবস্থানে  নেই জামায়াত। নেতা-কর্মীদের মাঝে স্বতঃস্ফূর্ততা আনতে পারছেন না তারা। নেতাদের বড় অংশই গা ঢাকা দিয়ে চলেন। কেন্দ্র থেকে কোনো কর্মসূচিকে আগের মতো আর নেতা-কর্মীদেরও দেখা যায় না। জোটের প্রধান শরিক দল বিএনপির নেতা-কর্মীদের সঙ্গেও সমন্বয় নেই নওগাঁ জেলা জামায়াতের নেতা-কর্মীদের। বাম দল : এদিকে বাম দল সিপিবি ও বাসদের সাংগঠনিক কার্যক্রম থাকলেও পরিসর বৃদ্ধি করতে পারছে না কোনো দলই। গুটিকয়েক নেতা-কর্মীর বৃত্তেই আটকা বাম দলগুলো। অবশ্য জনদাবিতে তারা মাঠে সরব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর