রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঝিমিয়ে ঝিমিয়ে চলছে বিএনপির সাংগঠনিক তৎপরতা

নওগাঁ জেলা বিএনপি চলছে ঢিমেতালে। দলীয় কর্মসূচি পালনের বাইরে নিজেদের ঐক্য গড়ে তুলতে পারছেন না নেতারা। পূর্ণাঙ্গ কমিটি ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তার পরও অনেকটা ঝিমিয়ে ঝিমিয়ে চলেছে সংগঠনের কার্যক্রম। আগের ৩০ মাসের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ছিলেন নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি ও সাধারণ সম্পাদক ছিলেন জাহিদুল ইসলাম ধলু। ধলু এবার এমপি পদে সদর আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির বর্তমানে আহ্বায়ক কমিটি ৪৮ সদস্যবিশিষ্ট। এই কমিটির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ। পূর্বের পূর্ণাঙ্গ কমিটি নতুন কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় কেন্দ্র থেকে ৩০ সদস্যর আহ্বায়ক কমিটি গঠন কওে দেওয়া হয়। নেতা-কর্মীরা জানান, জড়তা কাটিয়ে উঠতে সময় লাগবে। সকল স্তরের নেতা-কর্মীরা তাকিয়ে আছেন আহ্বায়ক কমিটির পর পরবর্তীতে যে পূর্ণাঙ্গ কমিটি হবে তার দিকপাল কে হবেন সেদিকে। জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জেলায় বিএনপির রাজনীতিতে চরম অরাজকতার সৃষ্টি হয়। এতে দলের অভ্যন্তরে মারাত্মক গ্রুপিং তৈরি হয়, যা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। তবে আগামীতে যদি জেলায় ভালো নেতৃত্ব আসে তবে হয়তো তা খুব দ্রুতই কেটে যাবে। আর যদি চাপিয়ে দেওয়া নেতৃত্ব আসে তবে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তার চেয়েও দৈনতায় পর্যবসিত হবে জেলা বিএনপি। তারা আরও বলেন, বিএনপির সাংগঠনিক অবস্থা ঝিমিয়ে পড়ার মূল কারণ দলের ভিতরের অন্তর্দ্বন্দ্ব। উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে বিএনপির যেসব কমিটি গঠিত হয়েছে সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় করা হচ্ছে না। বিএনপির কয়েকজন নেতার মন মতো কমিটি করার ফলে দলের অনেক নেতা-কর্মীই ক্ষুব্ধ। বিভিন্ন কর্মসূচি পালনে গ্রুপ দুটি আলাদা আলাদা কর্মসূচি পালন করার চেষ্টা করলেও দলের নেতা-কর্মীদের সংঘবদ্ধ করতে পারছেন না। প্রথম সারির নেতাদের সমন্বয়হীনতার কারণে হতাশ হয়ে পড়েছেন কর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান হাফিজ বলেন, গত ৭ মে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে সাংগঠনিক বিষয় নিয়ে প্রায় ২৭টি সভা অনুষ্ঠিত হয়েছে। তৃণমূল থেকে শুরু করে সকল স্তরের নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর