রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সেতুর বাঁশের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮

প্রতিদিন ডেস্ক

সেতুর বাঁশের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৮

ফরিদপুরে মর্মান্তিক পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। ফরিদপুরে সেতুতে দেওয়া বাঁশের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৮ জন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ফরিদপুর : ফরিদপুরের ঘটনায় ১১ জন নিহত ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরও ১৮ জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা রয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে গতকাল বেলা সোয়া ২টার দিকে ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদি নামক স্থানে। স্থানীয় প্রত্যক্ষদর্শী, বাসযাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কমফোর্ট লাইনের যাত্রীবাহী একটি বাস গোপালগঞ্জের পাটগাতি যাচ্ছিল। পথিমধ্যে ধুলদি ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের ৫ যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান আরও ৩ জন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকালে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাসের সুপার ভাইজার হানিফ (৪৫), ফারুক হোসেন (৫০) ও আসমা বেগম (২৯)। তাদের দুজনের বাড়ি গোপালগঞ্জ সদরে। হানিফের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। নিহত বাকিদের পরিচয় জানা যায়নি। অন্যদিকে বেলা সাড়ে ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দার তালমায় লোকাল বাসের চাপায় মারা যান দুজন। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন আবুল সিকদার নামের এক পথচারী। ভাঙ্গা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঘটনাস্থলে একটি অটোরিকশা ও কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার যাত্রী রেশমা বেগম (৪০) ও তার ছেলে রাজু (১৮)। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধুলদি মুসলিম মিশন এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাস চাপায় ইন্তাজ আলী (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ধামশুর কনজিউমার নিটেক্স মিলের সামনে। ঠাকুরগাঁও : ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী তাজ পরিবহন নামে একটি নৈশ্যকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে হেলপার ইউসুফ (৩৪) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১২ জন আহত হন। নিহত ইউসুফের বাড়ি চাঁদপুর জেলায়। গতকাল সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হিমাদ্রী কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া : গতকাল সকাল সাড়ে ৭টায় রংপুর-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে গেলে এক সেনাসদস্য নিহত এবং ৬ জন আহত হয়েছেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আবদুল কাদের জিলানী জানান, লক্ষ্মীপুর জেলা থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টায় যাত্রীবাহী বাস বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বান্দরবানে কর্মরত সেনাসদস্য সার্জেন্ট আবদুল আজিজ ঘটনাস্থলে মারা যান। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি লক্ষ্মীপুর থেকে সৈয়দপুর ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে নছিমনের  ধাক্কায় আজগর হোসেন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজগর হোসেন মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের ওসমানের ছেলে। গতকাল সকাল ৯টায় উপজেলার বগাদী এলাকায় এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক (২৬) নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকালে ও বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল এলাকার বার্মাস্ট্যান্ড এলাকায় এ দুটি ঘটনা ঘটে। বার্মাস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী দুরন্ত পরিবহনের পিকআপের সঙ্গে একটি পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে দুরন্ত পরিবহনের চালক মেহেদী মিয়াকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। ফুলবাড়ী : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত ফাতেমা বেগম (৫০) মারা গেছেন। তিনি উপজেলা সদর ইউনিয়নের মুসা মিয়ার স্ত্রী। গতকাল সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কের পানিমাছকুটি এলাকার সটু রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী-শিশুসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার হ্নীলা রঙ্গীখালী এলাকা সংলগ্ন মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের পাশে এ ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর