রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
স্বাস্থ্য পরামর্শ

হৃদরোগ নির্ণয়ে সহজ পদ্ধতি রেডিয়াল এনজিওগ্রাম

নিজস্ব প্রতিবেদক

করোনারি বা হার্টের রক্তনালির রোগ নির্ণয় করতে বাংলাদেশে বেশির ভাগ এনজিওগ্রাম, স্ট্যান্টিং বা এনজিওপ্লাস্টি করা হয় পায়ের রক্তনালি দিয়ে। কিন্তু সারা বিশ্বেই জনপ্রিয় পদ্ধতি হলো ‘রেডিয়াল এনজিওগ্রাম’, যা হাতের কবজির সামান্য ওপরে ছোট ছিদ্র করা। খুব সহজে এবং সাশ্রয়ে দেশে এই পদ্ধতি প্রয়োগ করার বিষয়ে মতামত দিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ রেডিয়াল ইন্টারভেনশন কোর্সের (বিআরআইসি) আয়োজনে প্যান প্যাসিফিকি সোনারগাঁও হোটেলে আয়োজিত রেডিয়াল এনজিওগ্রাম বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডিয়াল ইন্টারভেনশন কোর্সের (বিআরআইসি) কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রেডিয়াল পদ্ধতিতে এনজিওগ্রামের জন্য মাত্র ৪ ঘণ্টা হাসপাতালে থাকতে হয়। এমনকি এনজিওপ্লাস্টি করে কোনো ক্ষেত্রে একদিনেই রোগীকে বাড়িতে পাঠানো যায়। আশঙ্কা থাকে না বড় ধরনের রক্ত জমাট বাঁধা বা হেমাটোমা হওয়ার। হার্ট অ্যাটাকের পর রেডিয়াল এনজিওপ্লাস্টিতে মৃত্যুর হারও অনেক কম, খরচও অনেক কম। দেশীয় চিকিৎসকদের এ ব্যাপারে আরও দক্ষ করতে এবং রেডিয়াল এনজিওগ্রামকে ব্যাপক জনপ্রিয় করতে শিগগিরই নতুন উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়।

সর্বশেষ খবর