মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
কৃষি ব্যাংকের ২৬০ কোটি টাকা আত্মসাৎ

সাতজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কৃষি ব্যাংকের কারওয়ানবাজার শাখা থেকে ২৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার ব্যাংক কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে ওই চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৭ সালের ৪ অক্টোবর দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন- কৃষি ব্যাংকের কারওয়ানবাজার করপোরেট শাখার সাবেক ডিজিএম মো. জুবায়ের মনজুর, সাবেক এজিএম মো. সারোয়ার হোসেন, সাবেক এসপিও মো. আবুল হোসেন ও গোলাম রসুল, ফেয়ার ইয়ার্ন প্রসেসিং লিমিটেডের এমডি জসিম আহমেদ, পরিচালক মিসেস ইয়াসমীন আহমেদ এবং মেসার্স রোজবার্গ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি মো. হযরত আলী। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ডকুমেন্ট তৈরি করে ঋণের নামে কৃষি ব্যাংকের কারওয়ানবাজার শাখা থেকে  ফান্ডেড ও নন-ফান্ডেড মিলিয়ে ২৬০ কোটি ১৮ লাখ ৪ হাজার ৪৪৯ টাকা আত্মসাত করেছেন। দুদকের তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে দ-বিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

সর্বশেষ খবর