বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বিএনপি অফিসে তালা কমিটি নেই

প্রায় চার মাস ধরে লক্ষ্মীপুর জেলা বিএনপি কমিটি শূন্য। নেতৃত্বের লড়াইয়ে কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল চরমে। দলটির জেলা কার্যালয়ে ঝুলছে তালা। দলীয় কর্মকা- নেই বললেই চলে। এতে জেলা-উপজেলা পর্যায়ে নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। দল ছেড়ে কেউ ভিড়ছেন অন্য দলে। কেউবা নিজের ব্যবসা-বাণিজ্যে মনোযোগী  হয়ে উঠেছেন। ৯ এপ্রিল কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি দিয়ে জেলা কমিটি বাতিল করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ এপ্রিলের মধ্যে আহ্বায়ক কমিটি করার কথা। কিন্তু প্রায় চার মাসেও তা করা হয়নি। দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন। ২০১০ সালের ১৮ আক্টোবর জেলা বিএনপির সম্মেলন হয়। এতে আবুল খায়ের ভূঁইয়াকে সভাপতি ও সাহাব উদ্দিন সাবুকে সাধারণ সম্পাদক করা হয়। দুই বছর পর পর সম্মেলনের কথা থাকলেও গত ৯ বছরেও তা হয়নি। এমন প্রেক্ষাপটে কেন্দ্র থেকে কমিটি বিলুপ্ত করা হয়।

স্থানীয় বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মতে, লক্ষ্মীপুর জেলা বিএনপির বিরোধ ও গ্রুপিং চলছে কমিটি গঠনের শুরু থেকে। দীর্ঘদিন থেকে জেলা বিএনপিকে দেখা গেছে পৃথক কর্মসূচি পালন করতে। এসব কর্মসূচিতে একদিকে জেলা সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, অন্যদিকে জেলা সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব নেতৃত্ব দিয়েছেন। আবুল খায়ের ভূঁইয়া ও এ্যানী চৌধুরী গ্রুপ শহরের বড় পোলের দক্ষিণ পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে ও এ্যানী চৌধুরীর বাড়িতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সভা-সমাবেশ করে। একই সময় অপর গ্রুপ সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে তার বাড়ি উত্তর তেমুহনী ও প্রেস ক্লাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেন। বিরোধ এতটাই প্রকট যে এক গ্রুপ অপর গ্রুপের ছায়াও দেখতে পারে না। এর ফলে তৃণমূল পর্যায় পর্যন্ত গ্রুপিং ছড়িয়ে পড়েছে। যুবদল ও ছাত্রদলের বিভিন্ন শাখা কমিটিতে পাল্টাপাল্টি কমিটিও দিয়েছেন এসব নেতারা। এদিকে জেলার বিভিন্ন স্থানে গত পাঁচ বছরে অন্তত দুই হাজার নেতা-কর্মী দল ছেড়েছেন। আবার অনেকে রাজনীতি ছেড়ে ব্যবসা-বাণিজ্যে মনোযোগী হয়ে উঠেছেন। ত্যাগী ও সাবেক ছাত্র নেতাদের অনেকে মামলা-হামলার শিকার হয়ে জামিনে মুক্ত হয়ে রাজনীতি ছেড়ে এখন ঢাকা-চট্টগ্রামে অবস্থান করছেন। এখন দলীয় কার্যালয়ও খোলা হচ্ছে না, ঝুলছে তালা। এ বিষয়ে জেলা সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু বলেন, আশা করি শিগগিরই সুন্দর একটি কমিটি দিয়ে তৃণমূলের চাওয়া পূরণ করবে কেন্দ্র। আবুল খায়ের ভূঁইয়া বলেন, জেলা কমিটি না থাকলেও বিএনপির কার্যক্রম থেমে নেই। কমিটি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর