বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নানা আয়োজনে নজরুল স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

নানা আয়োজনে নজরুল স্মরণ

নিজের কবিতা এবং গানসহ অগণিত সৃষ্টিকর্মে মানবতা ও সাম্যের কথা বলে গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে মানুষকেই প্রাধাণ্য দিয়েছেন সর্বাগ্রে। যার কারণে তার বসত মানুষের ভালোবাসায় আর শ্রদ্ধায়। কবির ৪৩তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ভক্ত-অনুরাগীদের ফুলেল শ্রদ্ধা মনে করিয়ে দেয় এ দেশের মানুষের হৃদয়ের ক্যানভাসে শিল্পের মতো মূর্ত হয়ে আছেন দ্রোহ, প্রেম, চেতনার কবি কাজী নজরুল ইসলাম। সমাধিতে শ্রদ্ধার ফুল রেখে ভালোবাসার বহিঃপ্রকাশে ভক্ত-অনুরাগীদের অনেকে আবেগে    অশ্রুসজল হয়ে পড়েন। গতকাল কবির ৪৩তম মৃত্যুবার্ষিকীর সকালে শ্রদ্ধাজ্ঞাপনে এমন দৃশ্যই চিত্রিত হয়েছিল কবির সমাধি প্রাঙ্গণে। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান  গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুলসংগীত শিল্পী পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু লেখক পরিষদ, নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিএনপি, বাসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর