বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
হলি আর্টিজানে হামলা মামলা

নারী চিকিৎসকসহ তিনজনের সাক্ষ্য

আদালত প্রতিবেদক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় গতকাল নারী চিকিৎসকসহ তিনজন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীরা হলেন- ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক সাদিয়া ইসলাম স্বর্ণা ও নাদিম মাহবুব ও পুলিশের কাউন্টার টেরোরিজমের পরিদর্শক সফিউদ্দিন শেখ। পরে নিয়মানুযায়ী সাক্ষীদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এ মামলার ২১১ জনের মধ্যে এই তিন সাক্ষীসহ ১০০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ আগস্ট দিন ধার্য করেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়েছে। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা হয়। পরে ঘটনার তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় বর্তমানে বিচারাধীন আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। এ ছাড়া বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

সর্বশেষ খবর