বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

রাজশাহীর সামাদের মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর পুঠিয়ার মো. আবদুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করে। সামাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে চারটি প্রমাণিত হওয়ায় এ দন্ড দেওয়া হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক  অপরাধ ট্রাইব্যুনালের ৩৯তম রায় ঘোষিত হলো। পরে প্রসিকিউটর জাহিদ ইমাম বলেন, ১৯৭১ সালে ১৫ জন নিরস্ত্র লোককে সে হত্যা করে। বহু মানুষকে সে এবং তার সহযোগীরা অত্যাচার করেছে। ৪০ থেকে ৫০টি বাড়িঘর লুটপাট করে আগুনে পুড়িয়ে দিয়েছে। এসব অপরাধে তার বিরুদ্ধে চারটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। প্রত্যেকটি অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদন্ড দিয়েছে। রায়ে আদালত বলেছে, তার অপরাধের মাত্রা এত বেশি যে, তার জন্য শুধু মৃত্যুদন্ড যথেষ্ট নয়। এর থেকে বেশি সাজা থাকলে সেটি তার জন্য প্রযোজ্য ছিল। এর আগে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৮ জুলাই মামলাটি অপেক্ষমাণ (সিএভি) রাখে ট্রাইব্যুনাল। আর এ বছরের ১৪ এপ্রিল এ মামলার তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হয়। চার সাঁওতালসহ ১৫ জনকে হত্যা, ২১ জনকে নির্যাতন ছাড়াও অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগের অভিযোগে আসামির বিরুদ্ধে গত বছরের ১৪ জানিুয়ারি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর ওই বছরের ১২ এপ্রিল তার বিরুদ্ধে পাঁচ অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

সর্বশেষ খবর