বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ছাত্রদলের সভাপতি ১৫, সাধারণ সম্পাদক পদে ৩০ জন প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৪৫ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে যাচাই-বাছাই কমিটি। এর মধ্যে সভাপতি পদে ১৫ ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৩০ জন প্রার্থী। মোট ৭৫ জন প্রার্থীর মধ্যে ২৭ জনের বিরুদ্ধে বিবাহিতসহ নানা অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বাকিরা প্রার্থিতা   প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল বিকালে কমিটির প্রধান     ফজলুল হক মিলন স্বাক্ষরিত এক বিবৃতিতে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা  করা হয়। সভাপতি পদে বৈধ প্রার্থীরা হলেনÑ কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মামুন খান, আশরাফুল আলম ফকির, হাফিজুর রহমান, এস এম সাজিদ হাসান বাবু, ফজলুর রহমান খোকন, আবদুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, এরশাদ খান, সুরুজ ম ল, শামীম  হোসেন, সুলাইমান হোসেন, মো. ইলিয়াস ও এ বি এম মাহমুদ আলম সরদার। সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থীরা হলেনÑ জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), আমিনুর রহমান আমিন, মো. হাসান (তানজিল হাসান), শেখ আবু তাহের, জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম, আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মিজানুর রহমান সজীব, নাজমুল হক হাবীব, ওমর ফারুক শাকিল চৌধুরী, শাহ  নেওয়াজ, মহিনউদ্দিন রাজু, মুন্সী আনিসুর রহমান, ইকবাল হোসেন শ্যামল, মিজানুর রহমান শরীফ, রাশেদ ইকবাল খান, আরিফুল হক, নিয়াদ  মোহাম্মদ ইকবাল হোসাইন, আজিজুল হক সোহেল, শেখ মো. মশিউর রহমান রনি, আবদুল মোমেন মিয়া, রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আবুল বাশার, আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম এবং এ এ এম ইয়াহইয়া। মনোনয়নপত্র জমা দেওয়া ৭৫ জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে ২৭ জন আর সাধারণ সম্পাদক পদে ৪৮ জন ছিলেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ আগস্ট। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে। ভোটে অংশ নেবেন সংগঠনটির সারা দেশের ১১৭টি ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর। নির্বাচন পরিচালনা কমিটির এক সদস্য জানান, প্রার্থিতা বাতিল হওয়া বেশির ভাগ প্রার্থীই বিবাহিত বলে প্রমাণিত হয়েছে। তারা আপিল কমিটিতে আপিল করতে পারবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি এবং শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর