বুধবার, ২৮ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
স্বাস্থ্য পরামর্শ

চুলকানি প্রতিরোধে কার্যকর উপায়

প্রতিদিন ডেস্ক

শরীরে চুলকানি প্রতিরোধে বেকিং সোডা খুব কার্যকর। এ জন্য প্রথমে পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর চুলকানির জায়গায় এই পেস্ট লাগান। দেখবেন চুলকানি অনেক কমে গেছে। বেকিং সোডা দিয়ে গোসলও করতে পারেন। এক্ষেত্রে বড় এক বালতি পানিতে আধা কাপ বেকিং সোডা মেশাতে হবে। বেকিং সোডা মেশানো পানিতে      কমপক্ষে ৩০ মিনিট শরীর  ভিজিয়ে রাখার পর সাধারণ পানি দিয়ে না ধুয়ে শুকিয়ে নিতে হবে। এতে  চুলকানি দূর হয়ে যাবে। চুলকানি প্রতিরোধে অ্যালোভেরাও কার্যকরী। একটি তাজা অ্যালোভেরা পাতা থেকে রস বের করে চুলকানির স্থানে লাগান। চুলকানি দ্রুত কমে যাবে। ভিটামিন সি সমৃদ্ধ লেবুতে রয়েছে ব্লিচিং উপাদান যা চুলকানি রোধ করে থাকে। ত্বকের যে স্থানে চুলকানি অনুভূত হচ্ছে সেখানে লেবুর রস লাগিয়ে শুকিয়ে নিন। চুলকানি সেরে যাবে।

সর্বশেষ খবর