বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নিষ্ক্রিয় জাতীয় পার্টি

সরকারের অন্যতম অংশীদার সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মেহেরপুর জেলায় অনেকটাই নিষ্ক্রিয়। ২০০৮ সালে সরকার গঠন করার পর রাজনীতির মাঠে আওয়ামী লীগের অন্য শরিক দলগুলোর মতো জাতীয় পার্টিকেও একসঙ্গে দেখা যায়নি। সরকারি দলের অবজ্ঞা-অবহেলা আর কেন্দ্রীয় দিকনির্দেশনার অভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে জাতীয় পার্টি। ভেঙে পড়েছে দলের মেরুদন্ড। তবে জেলায় জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তি দুর্বল হলেও ভিতরে ভিতরে চলতে থাকে কোন্দল। গত পাঁচ বছরে জাতীয় পার্টির কার্যক্রম চোখে পড়েনি। এমনকি দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরও জাতীয় পার্টির কোনো কর্মসূচি জেলায় চোখে পড়েনি। অন্যদিকে মেহেরপুরে জামায়াতের প্রকাশ্য কোনো কর্মসূচি না থাকলেও নীরবে তারা দলকে সংগঠিত করে চলেছে। দলকে সংগঠিত করতে যেমন নারী সদস্য সংগ্রহে রয়েছে ব্যস্ততা, তেমনি বিভিন্ন মসজিদ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে গোপনে তাদের বৈঠক চলছে। এ ছাড়া জেলার অসহায় দুস্থ মেধাবী শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করে তাদের দলে ভেড়ানোর চেষ্টা চলছে। তবে জামায়াতের নেতা-কর্মীরা এসব বিষয়ে মুখ খুলতে নারাজ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর