বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

মসজিদুল হারামের আঙিনা বেড়েছে তিন হাজার বর্গমিটার

ওমরা ভিসায় সৌদি আরবের দর্শনীয় স্থান ভ্রমণ

মোস্তফা কাজল, সৌদি আরব থেকে ফিরে

মসজিদুল হারামের আঙিনা বেড়েছে তিন হাজার বর্গমিটার

পবিত্র মক্কার কাবা শরিফের আয়তন আবারও বাড়ানো হয়েছে। এবার বেড়েছে ৩ হাজার বর্গমিটার। বর্তমানে পবিত্র এ মসজিদের আয়তন চারদিকে ৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আগামী ১৫ সেপ্টেম্বর নতুন এ বর্ধিতাংশ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হবে। কাবা শরিফ ঘিরে রয়েছে মসজিদুল  হারাম। মক্কার মসজিদুল হারামের একদিকে সাফা ও মারওয়া পাহাড় আর তিন দিক বেষ্টিত এ মসজিদ। দিন দিন হজ-ওমরাহ ও দর্শনার্থী বেড়ে যাওয়ায় কাবা চত্বরসহ মসজিদুল হারামে নামাজ ও চলাফেরায় ভিড় বেড়ে গেছে। দর্শনার্থীদের কষ্ট কমাতেই মসজিদুল হারামের বাহিরাংশের (বাদশাহর বাড়ি-সংলগ্ন) আঙিনা ৩ হাজার বর্গমিটার সম্প্রসারণ করা হয়েছে। এখন থেকে ওমরাহ ও হজযাত্রীরা সৌদি আরবের বিভিন্ন শহর এবং পর্যটন এলাকা ঘুরে দেখতে পারবেন। এ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। আগে ছিল এটি ১৫ দিন। সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, দেড় বছর আগে পবিত্র মসজিদুল হারামের আঙিনায় প্রায় ৩ হাজার বর্গমিটার জায়গা নামাজের জন্য প্রস্তুত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। গত সপ্তাহে এ কাজ সম্পন্ন হয়েছে। আঙিনা সম্প্রসারণ মসজিদুল হারামে চলাচলের এবং নামাজ পড়তে আসা ব্যক্তিদের জন্য সহায়ক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ওমরাহ ও হজযাত্রীদের সৌদি ভ্রমণের সুযোগ : এত দিন ওমরাহ ভিসায় পবিত্র নগরী মক্কা-মদিনা ও জেদ্দা-তায়েফ ছাড়া আর কোনো শহরে যাওয়া সম্ভব ছিল না। এবার সৌদি সরকার ওমরাহ ভিসায় যাওয়া ব্যক্তিদের দেশটির সব শহর ঘুরে দেখার অনুমতি দিয়েছে। এ ঘোষণার ফলে ওমরাহ পালনকারী যে-কেউ পুরো সৌদি আরব ঘুরে দেখতে পারবেন। ১৫ সেপ্টেম্বর এ সুবিধা প্রদান শুরু হবে। এত দিন এ আইন আরব দেশগুলোর বাইরে সব দেশের জন্য প্রযোজ্য ছিল। কয়েক দিন আগে দেশটির ট্যুরিজম ও ন্যাশনাল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান এমন ঘোষণা দিয়েছেন। ওমরাহ পালনকারীদের জন্য পবিত্র মক্কা-মদিনা পরিদর্শনে ন্যূনতম ১৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে। ওমরাহ পালনকারীদের ৩০ দিনের ভিসা অনুমোদন করা হবে, যাতে তারা সৌদির অন্যান্য শহরও ঘুরে দেখতে পারেন। জানতে চাইলে সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব আবদুল আজিজ ওয়াজ্জান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ওমরাহ পালনকারীদের জন্য ৩০ দিনের ভিসা ইস্যু করা হবে। এ ছাড়া এ ভিসায় প্রধান দুই মসজিদ ভ্রমণে বাধ্যতামূলক ১৫ দিন অবস্থান করতে হবে।’ গবেষণার রিপোর্টের ভিত্তিতেই প্রিন্স সুলতান বিন সালমান ‘পোস্ট ওমরাহ প্রোগ্রাম’ কর্মসূচি ঘোষণা করেন। ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের ল্যান্ডমার্ক, বিশেষ করে ইসলামের ঐতিহাসিক নগর ও স্থাপনাগুলো দেখার সুযোগ সৃষ্টিতে এ কর্মসূচি হাতে নেওয়া হয়। সেখানে তারা ভ্রমণের সময় আকর্ষণীয় স্থাপনা ও শপিং মল দেখার সুযোগ পাবেন। ওমরাহ পালনকারীরা সৌদি আরবের সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া ছাড়াও ইচ্ছা করলে সে দেশের চিকিৎসা, শিক্ষা ও কেনাকাটা করতে পারবেন। তারা সেখানে অনুষ্ঠিত যে কোনো সেমিনার-সিম্পোজিয়াম ও প্রদর্শনীতেও অংশগ্রহণ করতে পারবেন। সৌদি আরবে ওমরাহর সঙ্গে ভ্রমণ ভিসা চালু হওয়ায় মুসলিম বিশ্বের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর