শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আতিয়া মহলে অভিযান

হামলাকারী দুই জঙ্গি নেতা মারা গেছে মৌলভীবাজারে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দেশের আলোচিত জঙ্গি আস্তানা সিলেটের আতিয়া মহলে অপারেশন চলাকালে বাইরে বোমা হামলা মামলার চূড়ান্ত রিপোর্ট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি)। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলায় নেতৃত্বদানকারী জঙ্গি মোশাররফ ও নাজিম মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানকালে মারা যায়। এতে আরও বলা হয়, হামলার পরিকল্পনাকারী অন্য একজনকে শনাক্ত করা যায়নি। সম্প্রতি এই প্রতিবেদন আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক সৈয়দ আবুল হোসেন। প্রসঙ্গত, ২০১৭ সালের ২৩ মার্চ থেকে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। অভিযান চলাকালে ২৫ মার্চ সন্ধ্যায় অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষে ফেরার পথে আতিয়া মহলের অনতিদূরে বোমা হামলার ঘটনা ঘটে। এতে র‌্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম, চৌধুরী মো. আবুল কয়ছরসহ সাতজন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। এ ঘটনায় মোগলাবাজার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অভিযানের কয়েক দিন পরই মৌলভীবাজারের নাসিরনগর ও বড়হাটায় শুরু হয় জঙ্গিবিরোধী অভিযান। ওই দুই স্থানেও নিহত হন কয়েকজন। এ সময় নাসিরনগরে মারা যান মোশাররফ আর বড়হাটায় মারা যান নাজিম। তদন্ত কর্মকর্তা সৈয়দ আবুল হোসেন জানান, আতিয়া মহলের বাইরে বোমা হামলা চালায় মোশাররফ ও নাজিম। মৌলভীবাজার থেকে এসে তারা এ হামলা চালিয়েছিল। পরে জঙ্গিবিরোধী অভিযানে মৌলভীবাজারের নাসিরনগরে মোশাররফ আর বড়হাটায় নাজিম মারা যায়। বোমা হামলার মূল পরিকল্পনাকারী ছিল আরেকজন। তার পরিচয় শনাক্ত করা যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর