বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

জাহালম কাণ্ডে দায়ী ১১ কর্মকর্তার নাম হাই কোর্টকে জানাল দুদক

নিজস্ব প্রতিবেদক

জাহালম কান্ডে  দায়ী ১১ কর্মকর্তার নাম ও পরিচয় হাই কোর্টকে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন দুদকের আইনজীবী। একই সঙ্গে ব্র্যাক ব্যাংকের দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও আদালতে জানানো হয়েছে। পরে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ অক্টোবর দিন ঠিক করেছে হাই কোর্ট। দুদকের এই ১১ কর্মকর্তা হলেন- দুদকের পরিচালক আবদুল্লাহ আল-জাহিদ, উপপরিচালক শেখ মেজবাহ উদ্দিন, মাসুদুর রহমান, দেবব্রত ম ল, সেলিনা আক্তার মণি, সহকারী পরিচালক সুমিত্রা সেন, সিলভিয়া ফেরদৌস, মেফতাহুল জান্নাত, মুহম্মদ জয়নাল আবেদীন, সাইদুজ্জামান ও রাফী মো. নাজমুস সাদাত। আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান, ব্র্যাক ব্যাংকের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার আবদুল্লা আল মাহমুদ বাশার। একটি জাতীয় দৈনিকে ‘স্যার, আমি জাহালম, সালেক না’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রতিবেদনটি আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেয় হাই কোর্ট। একই সঙ্গে ৩৩ মামলার মোট ২৬টিতে ভুল আসামি হয়ে জেল খাটার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদক চেয়ারম্যানের প্রতিনিধি ও মামলার বাদীসহ চারজনের ব্যাখ্যা শোনে আদালত। এরপর জাহালামকে ২৬ মামলায় জামিন দেয় হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর