বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ব্রুনাইয়ে দূতাবাসের মধ্যে প্রবাসীদের নির্যাতন

ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে প্রবাসী কর্মীদের নির্যাতনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ আগস্ট ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাক্সিক্ষত ঘটনার অভিযোগের বিষয়টি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় ওই অনাকাক্সিক্ষত ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের বিরুদ্ধে হাইকমিশনের মধ্যেই প্রবাসী কর্মীদের পেটানোর অভিযোগ উঠেছে। ২১ আগস্ট নির্যাতনের একটি ঘটনার ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে, যাতে হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা আবদুল্লাহ আল রশিদের সামনে প্রবাসী এক কর্মীকে কিল-ঘুষি এমনকি লাথি মারতে দেখা যায়। এ ধরনের আরও ঘটনা ওই হাইকমিশনের শ্রম বিভাগের কর্মীরা ঘটান বলে অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর