শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিএনপি

শক্তি-সামর্থ্য নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে নীলফামারী বিএনপি। এ জন্য মাঠপর্যায়ে ঝিমিয়ে থাকা নেতা-কর্মীদের চাঙ্গা করার কর্মসূচি হাতে নিয়েছে আলমগীর সরকার ও জহুরুল আলমের নেতৃত্বে জেলা বিএনপির নতুন কমিটি।

সূত্র জানায়, সাংগঠনিক দুর্বলতার কারণে গেল ১৮ মার্চ সভাপতি আনিসুল আরেফিন চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামানের জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আলমগীর সরকারকে আহ্বায়ক ও জহুরুল আলমকে সদস্যসচিব করে ৪২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দেয় কেন্দ্র। আহ্বায়ক কমিটি ইতিমধ্যে জেলার সাতটি ইউনিটের মধ্যে তিনটির কমিটি গঠন করে দিয়েছে। বাকি চারটি রয়েছে গঠনের প্রক্রিয়ায়। নতুন কমিটির নেতারা বলছেন, আগের কমিটির নেতৃত্বের দুর্বলতা এবং নেতাদের মধ্যে বিরোধ থাকায় সাংগঠনিকভাবে শক্তি সঞ্চয় করতে পারেনি এখানকার বিএনপি, যার কিছুটা প্রভাব এখনো রয়েছে। এর পরও এসব কাটিয়ে উঠে শক্তি-সামর্থ্য নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। জেলা বিএনপির আওতায় নীলফামারী সদর, নীলফামারী পৌরসভা, জলঢাকা উপজেলা, জলঢাকা পৌরসভা, ডোমার উপজেলা, ডোমার পৌরসভা এবং ডিমলা উপজেলা ইউনিট রয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব জহুরুল আলম বলেন, ‘নীলফামারীতে মামলায় জর্জরিত নেতা-কর্মীরা। জেলে বন্দী অনেক নেতা-কর্মী। তবে সব বাধা উপেক্ষা করে জেলা বিএনপি রাজনৈতিক অঙ্গনে আবার জায়গা করে নেবে।’ জেলা যুগ্ম-আহ্বায়ক সোহেল পারভেজ জানান, ‘বিএনপি একটি বড় দল। বাড়ি বাড়ি ভোটার রয়েছে। কর্মীও অনেক। বিভিন্ন কারণে সাংগঠনিকভাবে  শক্তি সঞ্চয় করতে পারেনি বিএনপি। এটি আমরা উতরানোর চেষ্টা করছি। ম্যাডাম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন নীলফামারীতে বিএনপির রাজনীতি দেখভাল করেন। এ ক্ষেত্রে আমরা আরও বেশি উৎসাহ পাই।’ শুধু মূল দল নয়, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলের নেতৃত্বেও আমূল পরিবর্তন ঘটানো হবে বলে জানা গেছে। যারা নিষ্ক্রিয় কিংবা দলে নেই, তাদের বাদ দিয়ে যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি পুনর্গঠন করা হবে। জেলা আহ্বায়ক আলমগীর সরকার বলেন, ‘অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের বিএনপি হবে সংগঠিত ও শক্তিশালী। কারণ আমরা যোগ্যতা, মেধা ও ত্যাগকে মূল্যায়ন করে নেতা নির্বাচন করতে চাই। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে চাই। ঝিমিয়ে থাকা নেতা-কর্মীদের চাঙ্গা করতে কর্মসূচি নেওয়া হচ্ছে।’

সর্বশেষ খবর