শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

নীরবে তৎপর জামায়াত জাপা, সংকটে বাম

জাতীয় পার্টির ঘাঁটি নীলফামারীকে চাঙ্গা করতে নব উদ্যমে চলছেন নতুনরা। শুধু মূল দল নয়, অঙ্গ সংগঠনগুলোকেও সাজানো হচ্ছে নতুন করে। ইতিমধ্যে জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় যুবসংহতির নতুন কমিটি দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে ঝিমিয়ে থাকা জাপা নেতা-কর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নতুন আহ্বায়ক কমিটি। চলতি বছর মে মাসে ৭৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করে দেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমানকে আহ্বায়ক ও সদরের কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী চৌধুরীকে সদস্যসচিব করে  জেলা কমিটি গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূলে দলকে সংগঠিত করতে কাজ করছেন নেতারা। শুধু মূল দল নয়, অঙ্গ-সংগঠনগুলোকেও সাজানো হচ্ছে নতুন করে। জেলা জাতীয় পার্টির সদস্যসচিব শাহজাহান আলী চৌধুরী বলেন, ‘আমরা দলকে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দিকে নিয়ে যেতে চাই। এটা আমরা করতে পারব কারণ এখানে নেতৃত্বে রয়েছেন পার্টির চেয়ারম্যানের ভাগ্নে সংসদ সদস্য আহসান আদেলুর রহমান। ইতিমধ্যে দলকে সাজানোর কাজ শুরু করে দিয়েছি। অন্য দলের নেতারা ভিড়ছেন আমাদের দিকে।’ অপরদিকে অস্তিত্ব সংকটে পড়েছে বাম দলগুলো। নিজেদের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই ওয়ার্কার্স পার্টি ও জাসদসহ (ইনু) জেলার বাম দলগুলোর। কর্মীহীন বাম নেতারা ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। নেই সাংগঠনিক তৎপরতা। চোখে পড়ার মতো তেমন কার্যক্রম নেই এসব দলের। ফলে অস্তিত্ব সংকটে বাম দলগুলো। অন্যদিকে নীলফামারীতে জামায়াতের কার্যক্রম প্রকাশ্যে দেখা না গেলেও নীরবে পালিত হচ্ছে সাংগঠনিক কর্মসূচি। নীরবে নিজেদের সাংগঠনিক অবস্থান ধরে রেখেছে জামায়াত।

সর্বশেষ খবর