শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু রোগী কমতির দিকে

২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮৯, মৃত্যু ৩

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু রোগী কমতির দিকে

দেশে প্রতিদিনই নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ। তবে এই মাসের গত ২০ দিনের তুলনায় এখন আক্রান্তের সংখ্যা কমতির দিকে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮৯ জন। গতকাল ডেঙ্গু জ্বরে তিনজন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২৪ জন এবং অন্য বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৫ জন। ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৬৩ জন এবং বেসরকারি ক্লিনিকে ১৬১ জন চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ হাজার ১৫৭ জন, গত মঙ্গলবার ১ হাজার ২৯৯ জন, গত সোমবার ১ হাজার ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে, ফরিদপুরের ভাঙ্গা ও রংপুর মেডিকেলে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্তের খবর পাঠিয়েছেন প্রতিনিধিরা। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শারমিন আক্তার (৩০) নামে এক নারী মারা গেছেন। শারমিন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধানুকা গ্রামের জাবেদ শেখের স্ত্রী। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা গেছেন। শারমিনের স্বামী জাবেদ শেখ বলেন, আমার স্ত্রী শারমিন ও বড় ছেলে তামজীদ একই সঙ্গে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। বড় ছেলে এখনো ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। ছেলের অবস্থাও তেমন ভালো না। গতকাল ফরিদপুরের ভাঙ্গায় সজীব দাস (১৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রামের শিব শংকর দাসের ছেলে।

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিষা নামে (১২) এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। গতকাল দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিল ১৫৫ জন। গত বুধবার চিকিৎসাধীন ছিল ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪০ জন। বেনাপোল : যশোরের শার্শায় ডেঙ্গু জ্বর ভয়াবহ আকার ধারণ করেছে। গত তিন দিনে ১৫ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকগুলোতে ভর্তি হয়েছে। এ বিষয়ে শার্শা উপজেলা পরিষদ গতকাল সকাল সাড়ে ১১টার সময় এক জরুরি সভার আয়োজন করে। কুমিল্লা : কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৪ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছে ৫৫ জন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর