শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সালাম দিয়েই ছিনতাই করে ওরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও নারায়ণগঞ্জে বুধবার অভিযান চালিয়ে সালাম দিয়ে ছিনতাই করা পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ। তারা হলো- আবদুল মান্নান ওরফে ফইরা, মিজানুর রহমান ওরফে বড় মিজান, জয়নাল আবেদীন ওরফে জিতু, শহিদুল ইসলাম ওরফে ঠা- ও জিয়াউল হক। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারী ও রিকশার যাত্রীদের গতিরোধ করে পূর্ব পরিচয়ের অভিনয় করে সালাম দিত এবং কথাবার্তার এক পর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনতাই করত। তাদের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল বাশার জানান, রবিবার দুপুরে সূত্রাপুরের গভঃ মুসলিম হাইস্কুলের সামনে থেকে রাফিউল করিম হাসান নামে একজনের রিকশার গতিরোধ করে সালাম পার্টির সদস্যরা। তাকে সালাম দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৬৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ওই ব্যক্তি সূত্রাপুর থানায় মামলা করেন। ওই মামলার তদন্তে গিয়ে সালাম পার্টির সন্ধান পাওয়া যায়।

সালাম পার্টির এই চক্রটি ৪/৫ বছর ধরে কাজ করছে। তাদের গ্রুপে ১৭/১৮ জন রয়েছে। এরা ২/৩ জন ভাগ হয়ে কাজ করে। রিকশায় চড়ে এরা ছিনতাইয়ের কাজ করে থাকে। এই চক্রের সঙ্গে রিকশা চালকরাও জড়িত। এরা সাধারণত মতিঝিল, ওয়ারী, সূত্রাপুর, শাহবাগ, ডেমরা, শ্যামপুর ও যাত্রাবাড়ী এলাকা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কাজ করে। চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর