শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কর্মকর্তাকে চাপা দেওয়া বাসচালককে গ্রেফতারের চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা কৃষ্ণা রায়কে চাপা দেওয়া বাসচালককে গ্রেফতারের চেষ্টা চলছে। একই সঙ্গে পা হারানো কৃষ্ণার দুর্ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টা করা হয়েছিল। ষড়যন্ত্র এখনো থেমে নেই। এ জন্য আমাদের আরও সর্তক থাকতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সবার হৃদয় জয় করতে পেরেছিল। দেশের মানুষ আজ জানতে চায় তখনকার পাকিস্তান বঙ্গবন্ধুকে কীভাবে রেখেছিল। বঙ্গবন্ধুর যতগুলো শ্রেষ্ঠ বক্তৃতা রয়েছে তার মধ্যে অন্যতম ৭ মার্চের বক্তব্য ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খুরশীদা বেগম সাইদ। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা।

সর্বশেষ খবর